রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

সাত জেলায় সড়কে প্রাণ গেল ১০ জনের

প্রতিদিন ডেস্ক

সাত জেলায় সড়কে প্রাণ গেল ১০ জনের

নেত্রকোনায় সড়কে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এছাড়া মেহেরপুর, চট্টগ্রাম, রাঙামাটি, মৌলভীবাজার, নওগাঁ ও কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ আরও সাতজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- নেত্রকোনা : সড়কে দাঁড়িয়ে থাকা বালুবাহী একটি ড্রাম ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত হন দুজন। তাদের ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে। শুক্রবার গভীর রাতে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা বাগড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার রনি মিয়া (২০), তোফাজ্জল মিয়া (১৪) ও চালক নেত্রকোনার আবু চান মিয়া (২৮)। আহতরা হলেন- জনি (১৪) ও আনোয়ার (১৭)। মেহেরপুর : মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি ফার্ম এলাকায় শুক্রবার রাতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। নিহতরা হলেন- ওষুধ কোম্পানির প্রতিনিধি ইয়াহিয়া (৫৬) এবং রাব্বি। রাব্বি মুজিবনগর উপজেলার পুরোন্দপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে। আহতরা হলেন- সদর উপজেলার ইমরান ও সাগর।  চট্টগ্রাম : সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে ছৈয়দুল ইসলাম নামে এক প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। গতকাল সকালে জেলার বাঁশখালী উপজেলার চাম্বল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছৈয়দুল হাটহাজারী উপজেলার তাজুল ইসলামের ছেলে।  রাঙামাটি : গতকাল সকালে নানিয়ারচর উপজেলার ক্যাংগালছড়ি এলাকায় ট্রাক চাপায় ছলা প্রু মারমা (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মৌলভীবাজার : কমলগঞ্জের যোগীবিল চৌমুহনা এলাকায় শুক্রবার রাতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাজউদ্দীন (২৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিৎরিয়া গ্রামের শামছু মিয়ার ছেলে।  নওগাঁ : মান্দা উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় ভ্যান গাড়ি থেকে ছিটকে পড়ে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল দুপুরে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাতবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খুশি আক্তার (১৮) উপজেলার গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর মধ্যপাড়া গ্রামের দুলাল হোসেনের মেয়ে। দাউদকান্দি (কুমিল্লা) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দির শহীদনগর এলাকায় শুক্রবার রাতে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ট্রাকচালক নাহিন (৩৫) ঘটনাস্থলেই মারা যায়।

 

সর্বশেষ খবর