রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

নারায়ণগঞ্জ-কুমিল্লা রেললাইনের পরিকল্পনা রয়েছে

কুমিল্লা প্রতিনিধি

নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা পর্যন্ত রেললাইন করার পরিকল্পনা রয়েছে সরকারের। গত তিন বছর মন্ত্রণালয়ের দায়িত্বে আছি। কিন্তু কুমিল্লার কেউ নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা রেললাইন করার বিষয়টি উত্থাপন করেননি। প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী। কুমিল্লার মানুষ চাইলে নারায়ণগঞ্জ-কুমিল্লা রেললাইন হয়ে যেত। এতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার কমে আসত। কুমিল্লার মানুষ অনেক ভাগ্যবান। সারা পৃথিবীতে কুমিল্লার মানুষের বিচরণ রয়েছে। তারা চাইলে কুমিল্লার উন্নয়নে ভূমিকা রাখতে পারেন। গতকাল আখাউড়া-লাকসাম ৭২ কিলোমিটার ডাবল লাইন ডুয়েলগেজ প্রকল্পের কুমিল্লা-লাকসাম অংশের ২৪ কিলোমিটারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সর্বশেষ খবর