রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

ভাইয়ের লাঠির আঘাতে বড় বোন নিহত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার নন্দীগ্রামে মানসিক প্রতিবন্ধী ছোট ভাইয়ের লাঠির  আঘাতে বড় বোন আজমি আরা (৪২) নিহত হয়েছেন। এ ঘটনার পর মানসিক প্রতিবন্ধী ভাই মোকছেদ আলীকে (২৩) বাড়িতেই শিকলে বেঁধে রাখা হয়েছে। গতকাল সকালে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলি গ্রামে এই ঘটনা ঘটে।

 নিহত আজমি আরা একই গ্রামের সুমন মিয়ার স্ত্রী এবং মৃত কোরবান আলীর মেয়ে। স্থানীয়রা জানান,  মোকছেদ আলী মানসিক প্রতিবন্ধী হওয়ায় গত পাঁচ বছর ধরে একই গ্রামে তার বড় বোনের বাড়িতে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। শুক্রবার তাকে গোসল করানোর জন্য বড় বোন আজমি আরা কিছু সময়ের জন্য শিকল খুলে দিয়ে সংসারের কাজ করছিলেন। মোকছেদ আলী এই সুযোগে একটি মোটা লাঠি নিয়ে বড় বোনের মাথায় আঘাত করে। এতে বড় বোন আজমি আরা গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর তিনি মারা যান। এ ঘটনার পর মোকছেদ আলীকে আবার ওই বাড়িতেই শিকল দিয়ে বেঁধে রাখা হয়। নন্দীগ্রাম থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের কেউ অভিযোগ করেনি। এ ছাড়াও মোকছেদ আলী মানসিক প্রতিবন্ধী।

সর্বশেষ খবর