সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

মধুমতী গিলে খাচ্ছে লঙ্কারচর

কামরুজ্জামান সোহেল, ফরিদপুর

মধুমতী গিলে খাচ্ছে লঙ্কারচর

বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের লঙ্কারচর গ্রাম। এই গ্রামে ৩৫০ পরিবারের বসবাস। ভোটার সংখ্যা ২ হাজার ৮০০। ইউনিয়নের বেশির ভাগ মানুষ ভালো নেই। তাদের ভালো না থাকার কারণ মধুমতী নদীর ভাঙন। দীর্ঘদিন ধরে মধুমতী নদীর ভাঙনে দিশাহারা লঙ্কারচর গ্রামের নদী তীরবর্তী হাজারো মানুষ। এ গ্রামটি ভাঙনের শিকার হয়ে মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে। প্রতি বছর মধুমতীর ভাঙনে জায়গা-জমি, কাঁচা-পাকা স্থাপনা, কবর, ফসলি জমি বিলীন হচ্ছে। ফলে ইতিমধ্যেই পথে বসেছে কয়েকশ পরিবার। অনেক বিত্তশালী পরিবার একেবারে নিঃস্ব হয়ে ভাসমান অবস্থার মধ্যে দিন কাটাতে বাধ্য হচ্ছে। বর্তমানে লঙ্কারচর গ্রামের ৩৫০ পরিবার ভাঙন ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছে। গ্রামবাসী জানায়, প্রতি বছর লঙ্কারচর গ্রামে ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি। নদী জমি খেয়ে বড় হচ্ছে আর লঙ্কারচর গ্রাম হচ্ছে ছোট। কিন্তু তাদের দুঃখ-দুর্দশার কোনো খবর রাখছেন না জনপ্রতিনিধি বা পানি উন্নয়ন বোর্ডের কেউ। স্থানীয় ইউপি সদস্য আবদুল হাকিম মোল্লা বলেন, প্রতি বছর নদী ভাঙছে। আমরা শুধু চেয়ে চেয়ে দেখি।

সর্বশেষ খবর