সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

সংক্ষিপ্ত

সমৃদ্ধ বাংলাদেশের রূপকার শেখ হাসিনা : শামীম

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের কারিগর এবং উন্নত সমৃদ্ধ বাংলাদেশের রূপকার। তিনিই বিশ্বের একমাত্র রাষ্ট্রপ্রধান, যিনি জাতিসংঘে ১৮ বার বাংলায় ভাষণ দিয়েছেন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সারা বিশ্বে এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন। গতকাল নড়িয়ায় দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান এবং উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় তিনি এসব কথা বলেন। নড়িয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক মালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকনের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা ওহাব বেপারী, ইসমাইল হক, জহির সিকদার, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির বেপারী, নাজমা মোস্তফা প্রমুখ।        -শরীয়তপুর প্রতিনিধি

আদমজী ইপিজেডে বিক্ষোভ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের দুই কর্মকর্তার অপসারণ দাবিতে গতকাল কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন সিএন্ডএফ এজেন্ট কর্মচারীরা। এতে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইপিজেডে সব ধরনের রপ্তানি শুল্ক আদায় কার্যক্রম বন্ধ ছিল। পরে কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তারা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা কাজে ফেরেন। আদমজী ইপিজেডের জিএম আহসান কবির জানান, রাজস্ব বিভাগের ছোটখাটো সমস্যা হয়েছে। তা তারা সমাধান করবেন।               -সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

গাজীপুরে খেলতে গিয়ে নিখোঁজ শিশু শিহাব হোসেনের (৬) লাশ একদিন পর উদ্ধার করেছে পুলিশ। গতকাল পুবাইল থানার মাঝুখান উত্তরপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। শিহাব একই এলাকার ব্যবসায়ী জুয়েল হোসেনের ছেলে। জিএমপি পুবাইল থানার ওসি মহিদুল ইসলাম জানান, শনিবার দুপুরে বাড়ির পাশে খেলা করার সময় নিখোঁজ হয় শিহাব।

এ ঘটনায় রাতে তার পরিবার থানায় সাধারণ ডায়েরি করে। পরদিন বাড়ির পাশ থেকে শিহাবের লাশ উদ্ধার করে পুলিশ।    -গাজীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর