সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

যানবাহনে গণডাকাতির ঘটনায় আরও তিন ডাকাত গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

যানবাহনে গণডাকাতির ঘটনায় আরও তিন ডাকাত গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে যানবাহনে গণডাকাতির ঘটনায় আরও তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির সময় লুণ্ঠিত ১২টি মোবাইল ফোন সেট, নগদ ১৯ হাজার ৫০০ টাকা, স্বর্ণালংকার ও পাঁচটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে- জেলার শিবগঞ্জ উপজেলার রেজাউল করিম (৪০), শান্তির মোড় হামিদনগর গ্রামের তাজেল আলী (৩৫) ও বালিয়াদিঘি মধ্যবাজার গ্রামের আনারুল ইসলাম ওরফে আনু গুরু (৪৫)। ভোলাহাট থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি গত বুধবার দিনভর বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গতকাল দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব। এ সময় তিনি বলেন, ডাকাতির ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। এর আগে গতকাল এ ঘটনায় আরও চার ডাকাতকে গ্রেফতার করেন র‌্যাব-৫ সদস্যরা। এ নিয়ে মোট সাত ডাকাতকে গ্রেফতার করা হলো। উল্লেখ্য, গত ২৩ আগস্ট সোমবার রাত ৮টার দিকে ভোলাহাট-কানসাট সড়কে এই গণডাকাতির ঘটনা ঘটে।

সর্বশেষ খবর