শিরোনাম
মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

এহসান গ্রুপে গচ্ছিত টাকা ফেরত দাবি

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে এহসান গ্রুপে গচ্ছিত টাকা ফেরতের দাবি জানিয়েছেন ভুক্তভোগী গ্রাহকরা। পিরোজপুর প্রেস ক্লাবে গতকাল সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন মাসউদুর রহমান। সংবাদ সম্মেলনে এহসান গ্রুপের মাঠকর্মীরা অভিযোগ করেন, সুদবিহীন প্রতিষ্ঠান হিসেবে এহসানকে পরিচিতি করে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে প্রতিষ্ঠানটির পরিচালক রাগীব আহসান। এরপর গ্রাহকদের টাকা ফেরতে দিতে টালবাহনা শুরু করেন।

পরবর্তীতে পিরোজপুরের একটি আদালতে প্রায় দেড় হাজার গ্রাহক ৪ কোটি টাকা ফেরতের জন্য মামলা করেন। এরপর গ্রাহকদের টাকা ফেরত না দেওয়ায় হতাশ হয়ে পড়েছেন এহসানে টাকা গচ্ছিত রাখা বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। উল্লেখ্য এহসানে গচ্ছিত গ্রাহকদের টাকা ফেরত না দেওয়ার অভিযোগে পিরোজপুর সদর থানার মামলায় এহসানের পরিচালক রাগীব আহসান এবং তার অন্য তিন ভাইকে সম্প্রতি গ্রেফতার করেছে র‌্যাব ও পুলিশ। এ পর্যন্ত তাদের বিরুদ্ধে পাঁচটি মামলা হয়েছে।

সর্বশেষ খবর