শিরোনাম
মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

বিকল ‘গরিবের অ্যাম্বুলেন্স’ সেবাবঞ্চিত সাধারণ মানুষ

পাবনা প্রতিনিধি

বিকল ‘গরিবের অ্যাম্বুলেন্স’ সেবাবঞ্চিত সাধারণ মানুষ

ফোন করলেই বাড়িতে হাজির হতো অ্যাম্বুলেন্স। দূরত্ব অনুসারে পরিবহন খরচ নির্ধারিত হতো ৫০ থেকে ১০০ টাকা। ভাড়ার টাকায় চালকের বেতন-মেরামত খরচ বাদে বাকিটা ইউনিয়ন পরিষদের তহবিলে জমা হতো। কম খরচে দ্রুত সেবা পাওয়ায় একে বলা হয় ‘গরিবের অ্যাম্বুলেন্স’। দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে আছে ১১টি গরিবের অ্যাম্বুলেন্স। চাটমোহর উপজেলার ১১টি অ্যাম্বুলেন্স অচল হয়ে যাওয়ায় করোনাকালীন সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন মা-শিশুসহ সাধারণ মানুষ। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০১৫-১৬ অর্থ বছরে চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়নের রোগীদের দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে স্থাবর সম্পত্তি হস্তান্তর করের এক শতাংশ টাকায় মা ও শিশুর স্বাস্থ্যসেবার জন্য ১১টি ব্যাটারিচালিত ইজিবাইক ‘ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্স সার্ভিস’ হিসেবে প্রদান করা হয়। সরেজমিনে দেখা যায়, ইউনিয়ন পরিষদের পাশে কিংবা চালকের বাড়ির আঙিনায় পড়ে আছে বিকল অ্যাম্বুলেন্সগুলো। গরিবের অ্যাম্বুলেন্স বলে পরিচিত এ সব যান আর কাজে আসছে না।

সর্বশেষ খবর