মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

৮ ছাত্রলীগ-যুবলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২

নাটোর প্রতিনিধি

৮ ছাত্রলীগ-যুবলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২

নাটোরে মুক্তিপণ দাবিতে ফয়সাল হোসেন নামে এক দোকান কর্মচারীকে মারধরের অভিযোগে যুবলীগ ও ছাত্রলীগের আট নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যবসায়ী। মামলায় পুলিশ দুই যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতাররা হলেন- নাটোর সদর উপজেলার একরাম হোসেন এবং শহরের চকরামপুর মহল্লার আবির হোসেন। এ সময় পুলিশ মুক্তিপণ হিসেবে দেওয়া আর-ওয়ান-ফাইভ মডেলের একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। অন্য আসামিরা হলেন- নাটোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রনি আহমেদ, তার ভাই যুবলীগ সদস্য রবিউল আওয়াল বাপ্পি, পৌর ছাত্রলীগ সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ হিল শুভসহ ছয়জন। জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব বলেন, এটি অমানবিক ঘটনা। এর সঙ্গে যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনা হবে। নাটোর পুলিশ সুপার লিটন কুমার বলেন, বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

সর্বশেষ খবর