বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

বন বিভাগের ৩ হাজার একর জমি বেদখল

শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতি, শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলা ঘিরে রয়েছে ২৮ হাজার ২৫১ দশমিক ৫০ একরের বিশাল বনভূমি। এর মধ্যে ৩ হাজার ৩৯১ দশমিক ১৭ একর দখল হয়ে গেছে বলে বন বিভাগ সূত্র জানিয়েছে। স্থানীয়দের দাবি দখলের পরিমাণ আরও বেশি। প্রতিদিনই দখল হচ্ছে বনের জমি। বনের জায়গা দখল করে সমতল বানিয়ে তৈরি করা হচ্ছে বাড়িঘর, রাস্তা ও স্থাপনা। বন বিভাগ সূত্র জানায়, শেরপুরের বালিঝুড়ি বন রেঞ্জে ৮৩৪৫.৫০ একর জমির মধ্যে দখল হয়েছে ৪৭৭ একর। রাংটিয়া রেঞ্জের জমির পরিমাণ ৮৮০২.৮১ একর। দখল হয়েছে ১৪২৬.৫ একর। আর মধুটিলা রেঞ্জের ৪২৮২.২৯ একরের মধ্যে ৫৮৯.৬২ একর বেদখল। বন বিভাগের মোট ভূমির অবশিষ্ট ৬৪২০.৭০ একর এবং দখলকৃত ৮৯৮.৫০ একর নিয়ে আদালতে মামলা চলছে। এই অঞ্চলের বন কর্মকর্তা (এসিএফ) প্রান্তুষ চন্দ্র রায় বলেন, প্রতিদিন বনের জায়গা দখল হচ্ছে। বিষয়টি সরকারের উচ্চ মহলে জানানো হয়েছে। জেলা প্রশাসক মোমিনুর রশিদ বলেন, কেউ বন দখলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বনে অবৈধ হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।

সর্বশেষ খবর