শুক্রবার, ১ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা শিল্পীর তুলিতে

পাবনা প্রতিনিধি

প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা শিল্পীর তুলিতে

জলরং, এক্রেলিক কালার, পেনসিল স্কেচে আঁকা হয়েছে ছবি। শিল্পীর তুলিতে ফুটে উঠেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা বয়স আর ভঙ্গিমার ছবি। এসব ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে সাধারণ এক বাঙালি কিশোরী থেকে নানা চড়াই-উতরাই পেরিয়ে বিশ্বনেত্রী হয়ে ওঠার গল্প। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবন ও অর্জনের নানা খন্ডচিত্র নিয়ে পাবনায় চারুশিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘জননেত্রী থেকে বিশ্বনেত্রী, আমাদের আপা’ শীর্ষক চিত্রাঙ্কন কর্মশালা। স্বাধীনতা ও বিজয় দিবস উদযাপন পরিষদের আয়োজনে গতকাল দিনব্যাপী কর্মশালায় নানা বয়সের শিল্পীরা অংশ নেন। রং তুলিতে প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানানোর সুযোগ পেয়ে খুশি শিল্পীরা। ছুঁয়ে গেছে দর্শনার্থীদের হৃদয়। আয়োজকরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ বাঙালি গৃহিণী থেকে নেতৃত্বগুণে পরিণত হয়েছেন অনন্য বিশ্বনেতায়। বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে তাঁর প্রজ্ঞা, ত্যাগ আর দূরদর্শিতার স্বীকৃতি মিলেছে ২৭টি আন্তর্জাতিক পুরস্কারে। স্বাধীনতা ও বিজয় দিবস উদযাপন পরিষদের আহ্‌বায়ক গোলাম ফারুক প্রিন্স এমপি বলেন, শেখ হাসিনা কেবল আওয়ামী লীগের নেত্রী নন। তিনি বিশে^র নির্যাতিত, নিপীড়িত মানুষের নেতার আসনে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি হিসেবে শেখ হাসিনার বিশ্বনেতা হয়ে ওঠার গল্প নতুন প্রজন্মকে জানাতেই এ আয়োজন।

সর্বশেষ খবর