শুক্রবার, ১ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

যে স্কুলে শিশুদের কলরব নেই এক দশক

কুমিল্লা প্রতিনিধি

যে স্কুলে শিশুদের কলরব নেই এক দশক

দক্ষিণ কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়

কুমিল্লা নগরীর দক্ষিণ কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। একসময় এখানে ‘এক একে এক, দুই একে দুই’- এমন সব বাক্য কোরাস হয়ে ভাসত। শিশুদের কলরবে মুখর থাকত চারপাশ। সেখানে এখন আর শোনা যায় না শিশুদের কণ্ঠস্বর। অযত্ন-অবহেলায় এক দশক ধরে বন্ধ স্কুলটি। টিনের ভবনটির মাঝখান দিয়ে ফাঁকা হয়ে গেছে। যে কোনো সময় হেলে পড়তে পারে। এখানে একসময় যে স্কুল ছিল তা-ও এলাকার অনেকে জানেন না। স্কুলটির অবস্থান ঠাকুরপাড়া মদিনা মসজিদ রোডে। সরেজমিন গিয়ে দেখা যায়, একটি সাইনবোর্ড রয়েছে স্কুলের। সেটির ওপর ধুলা জমেছে। স্কুলের নাম পড়া গেলেও সালটি ধুলায় ঢাকা পড়েছে। তবে স্কুলটি ’৭০-এর দশকে নির্মিত বলে জানা গেছে। বিদ্যালয়ের কাছেই বাসা বিশিষ্ট শিক্ষাবিদ শান্তিরঞ্জন ভৌমিকের। তিনি বলেন, এই এলাকায় ৩৫ বছর ধরে বসবাস করছেন তিনি। একসময় শিক্ষার্থীদের দুরন্তপনায় মুখর থাকত এলাকা। ১০ বছর ধরে স্কুলটি বন্ধ। নতুন ভবন করে স্কুলের কার্যক্রম শুরুর দাবি জানান তিনি। সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সাবেক সভাপতি বদরুল হুদা জেনু বলেন, স্কুলটি বন্ধ হয়ে যাওয়ায় এলাকার ছেলে-মেয়েসহ নিম্নআয়ের পরিবারের শিশুরা শিক্ষাবঞ্চিত হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মান্নান বলেন, স্কুলটি দীর্ঘদিন ধরে বন্ধ; তা আমাদের জানা আছে। আগামী শিক্ষাবর্ষে চালুর পরিকল্পনা রয়েছে।

সর্বশেষ খবর