শনিবার, ২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ভুয়া মুক্তিযোদ্ধা কার্ডসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক, রংপুর

মুক্তিযোদ্ধা সদস্যপদ দেওয়ার প্রস্তাব এবং মুক্তিযোদ্ধা ভাতা বাবদ টাকা পাওয়ার জন্য ‘৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ’-এর নামে মুক্তিযোদ্ধা কার্ড করে দেওয়ার লোভ দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল একটি প্রতারক চক্র। এ ধরনের একটি অভিযোগ আসে রংপুর র‌্যাবের হাতে। অভিযোগ পাওয়ার পর র‌্যাব ১২৩টি ভুয়া মুক্তিযোদ্ধার কার্ডসহ চার প্রতারককে গ্রেফতার করে। র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. মাহমুদ বশির আহমেদ গতকাল জানান, র‌্যাব-১৩ অভিযোগপত্রটি আমলে নিয়ে সত্যতা অনুসন্ধানের জন্য তাৎক্ষণিক ছায়া তদন্ত শুরু করে। জড়িত ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি শুরু করেন। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় একটি  দল গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রংপুর নগরীর মডার্ন মোড় ও নীলফামারীর ডিমলা এলাকায় অভিযান চালিয়ে ইব্রাহিম মিয়া, সাদেক আলী, জয়নাল আবেদিন ও নীলফামারীর সফিয়ার রহমানকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থেকে ১২৩টি ভুয়া মুক্তিযোদ্ধা কার্ড, ভুয়া সিল ২০টি উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর