রবিবার, ৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

বৃষ্টি হলেই জলাবদ্ধ পৌরসভার রাস্তাঘাট

ঝালকাঠি প্রতিনিধি

বৃষ্টি হলেই জলাবদ্ধ পৌরসভার রাস্তাঘাট

বৃষ্টি হলেই জলাবদ্ধ হয়ে যায় ঝালকাঠি পৌরসভার অনেক সড়ক। দুর্ভোগের শিকার হন পথচারী, ব্যবসায়ীসহ শিক্ষার্থীরা। কোনো কোনো সড়কের দুই পাশে রয়েছে ব্যবসাপ্রতিষ্ঠান। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সড়কগুলোর বেহালদশা বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, কর্তৃপক্ষের কাছে বারবার ভোগান্তির কথা জানিয়েও প্রতিকার পাচ্ছেন না। পৌর কর্তৃপক্ষ বলছেন, জলাবদ্ধতা দূর করার জন্য যেসব সড়কে ড্রেনেজ ব্যবস্থা নেই সেগুলোয় ড্রেনেজ ব্যবস্থা করা হবে। শহীদ সরণি। পৌর ভবনের সামনেই এর অবস্থান। এ সড়ক দিয়েই যেতে হয় পৌরসভা খেয়াঘাটে। প্রতিদিন শত শত যানবাহন চলে সড়কটি দিয়ে। অথচ বৃষ্টি হলে হাঁটা কষ্টসাধ্য হয়ে পড়ে। খানাখন্দে ভরা থাকায় ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে যান চলাচলও। এলাকাবাসী জানান, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ সড়কের পানি নামতে পারে না। ফলে সৃষ্টি হয় জলাবদ্ধতা। শুধু শহীদ সরণি নয়, পৌরসভার মূল বিপণি কেন্দ্র পুরাতন কাপুড়িয়াপট্টিও বৃষ্টিতে তলিয়ে যায়। এখানকার ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে জানান, পৌর কর্তৃপক্ষকে জানিয়েও তারা প্রতিকার পাচ্ছেন না। একই অবস্থা মুন্সি জাহাঙ্গীর সড়ক, মনু সড়ক, বিকনা সড়ক, নেছারাবাদ সড়ক, কাঠপট্টি বাকলাই সড়ক, পুলিশ লাইনসের পেছনে বেদেপল্লী সড়ক, কবিরাজবাড়ী সড়কসহ আরও কিছু সড়কের।

ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র তরুণ কুমার কর্মকার বলেন, ‘যেসব সড়কে জলাবদ্ধতা রয়েছে সেগুলো উপকূলীয় শহর প্রকল্পে দেওয়া হয়েছে। শিগগিরই এ সমস্যার সমাধান হয়ে যাবে।’ উল্লেখ্য, ঝালকাঠি পৌরসভায় বিটুমিন, আরসিসি, হেরিংবোন ও কাঁচা মিলিয়ে ৬৮ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে মাত্র ২৬ কিলোমিটারে।

সর্বশেষ খবর