রবিবার, ৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

প্রেমের স্বীকৃতি আদায়ে এসে অগ্নিদগ্ধ গার্মেন্ট কর্মীর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় অগ্নিদগ্ধ গার্মেন্ট কর্মী হাবিবা আক্তার হোসনে আরা (২৭) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে মারা গেছেন। গত ২৩ সেপ্টেম্বর তিনি কেন্দুয়া উপজেলার আটিগ্রামের দেলোয়ার হোসেনের বাড়িতে প্রেমের স্বীকৃতি দাবিতে এসে অগ্নিদগ্ধ হয়েছিলেন। তাকে প্রথমে কেন্দুয়া উপজেলা হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। হোসনে আরা কেন্দুয়া উপজেলার চেংজানা গ্রামের সুরুজ আলীর মেয়ে। কীভাবে তিনি অগ্নিদগ্ধ হয়েছিলেন সে বিষয়ে সুনিদিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। কেন্দুয়া থানার ওসি জানান, অগ্নিদগ্ধ গার্মেন্ট কর্মী শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। খবরটি এলাকায় জানাজানি হলেও যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে পুলিশের সর্বোচ্চ নজরদারি রয়েছে। হোসনে আরা অগ্নিদগ্ধের ঘটনায় তার ভাই বাদী হয়ে গত ২৬ সেপ্টেম্বর পাঁচজনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণসহ হত্যার উদ্দেশ্যে আগুন ধরিয়ে আহত আইনে মামলা করেন। পুলিশ প্রধান আসামি দেলোয়ার হোসেনকে ২৯ সেপ্টেম্বর কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে গ্রেফতার করে নেত্রকোনা আদালতে পাঠায়।

আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছে। স্থানীয়রা জানান, আগুনের ঘটনা কেউ না দেখলেও অগ্নিদগ্ধ হয়ে যে হোসনে আরার মৃত্যু হয়েছে এ সত্য। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার দাবি করেছেন।

সর্বশেষ খবর