রবিবার, ৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ছাগল চুরির অভিযোগে দুই শিক্ষার্থীকে নির্যাতন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের হাকিমপুরে ছাগল চুরির অভিযোগে দুই শিক্ষার্থীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্যসহ কয়েকজনের বিরুদ্ধে। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে প্রশাসন।  পরে এ ঘটনায় ইউপি সদস্য নজমুল ইসলামকে পুলিশ আটক করে। গতকাল আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান হাকিমপুর থানার ওসি খায়রুল বাশার। গত শুক্রবার হাকিমপুর উপজেলার মোল্লাবাজারে এ ঘটনা ঘটে। ঘটনার ১১ ঘণ্টা পর অভিযুক্ত বোয়ালদাড় ইউপি সদস্য নাজমুল ইসলামকে আটক করেছে পুলিশ।

. ভুক্তভোগীরা (আরিফ ও সৌরভ) সাংবাদিকদের জানায়, শুক্রবার স্কুল বন্ধ থাকায় বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে যায় হিলির মোল্লাবাজার এলাকায়। তারা দুজনেই বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র। রাস্তার পাশে একটি সুন্দর ছাগলের বাচ্চা দেখতে পেয়ে তারা কোলে নিয়ে খেলা করে। এ সময় কয়েকজন লোক আমাদের চোর বলে ধাওয়া করে আমরা দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় তারা আমাদের রাস্তার ওপর থেকে ধরে নিয়ে গিয়ে ছাগল চুরির অভিযোগ এনে গাছের সঙ্গে বেঁধে এলোপাতাড়ি মারতে থাকে। এদিকে সম্মানহানি ভেবে ওই দুই ছাত্রের পরিবার বিষয়টি ধামাচাপা দিতে চাইলে শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে। পরে বিষয়টি নজরে এলে অভিযুক্তদের ধরতে নামে পুলিশ।  হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, দুই কিশোরকে চোর সন্দেহে পেটানো হচ্ছে- এমন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় যারা মারধর করছিল তারা সেখান থেকে পালিয়ে যায়। পরে দুই কিশোরকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।  এ ব্যাপারে হাকিমপুর থানার ওসি খায়রুল বাশার জানান, অভিভাবকরা ছয়জনের নাম ও ১০ জনকে অজ্ঞাত আসামি করে অভিযোগ দিয়েছেন। ইতিমধ্যেই অভিযান চালিয়ে নাজমুল নামের এক ইউপি সদস্যকে আটক করা হয়েছে। গতকাল শনিবার আদালতের মাধ্যামে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং বাকিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর