রবিবার, ৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

কাফনের কাপড় বেঁধে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে সবজির বাজার রক্ষার দাবিতে মাথায় কাফনের কাপড় বেঁধে মানববন্ধন করেছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। গতকাল সকালে শ্যামনগর উপজেলার নকিপুর বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বীর মুক্তিযোদ্ধা হারুনার রশিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ প্রমুখ। এতে বক্তারা বলেন, আদালতের নির্দেশকে পাশ কাটিয়ে

উপজেলা প্রশাসনের কতিপয় কর্মকর্তা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সবজির বাজারের চাঁদনি উচ্ছেদ করে তা অব্যবসায়ীদের ইজারা দিয়ে ক্ষুদ্র সবজি ব্যবসায়ীদের পেটে লাথি মেরেছেন।

 ঘণ্টাব্যাপী মানববন্ধনে মাথা ও শরীরে সাদা কাফনের কাপড় পরে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ  জানান তারা।

 বক্তারা এ সময় সবজির বাজার রক্ষার জোর দাবি জানান।

সর্বশেষ খবর