সোমবার, ৪ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

প্রস্তুত বাংলাবাজার-শিমুলিয়া ঘাট

মাদারীপুর প্রতিনিধি

দেড় মাস বন্ধ থাকার পর বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে আবার চালু হচ্ছে ফেরি। এরই মধ্যে সার্ভে সম্পন্ন হয়েছে। সব ঠিকঠাক থাকলে সোমবার (আজ) থেকে পরীক্ষামূলক চলবে ফেরি। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) আশিকুজ্জামান। ঘাট সূত্রে জানা যায়, তীব্র স্রোতে পদ্মা পাড়ি দিতে গিয়ে বিভিন্ন সময় চারবার পদ্মা সেতুতে ফেরির ধাক্কা লাগে। এরপর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার অন্যতম প্রবেশপথ শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে গত ১৮ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য ফেরি বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। বিআইডব্লিটিসি জানায়, গত বুধ ও বৃহস্পতিবার শিমুলিয়া-বাংলাবাজার রুটে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএর বিশেষজ্ঞ দল সার্ভে করে। তারা নদীতে স্রোতের গতিবেগ কম দেখতে পান। ফলে সোমবার থেকে পরীক্ষামূলকভাবে ফেরি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য ফেরি এবং ঘাট প্রস্তুত রাখা হয়েছে। গতকাল পর্যন্ত শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যাত্রী পারাপারে একমাত্র ভরসা ছিল লঞ্চ।

তাও সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলাচল করত। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)’র এজিএম শফিকুল ইসলাম বলেন, ‘পদ্মায় পানির উচ্চতা আগের তুলনায় কমেছে। সেই সঙ্গে স্রোতও কিছুটা কম। ফলে ফেরি চলাচল করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সোমবার থেকে ফেরি চলাচলের চেষ্টা করা হবে। যদি পরিবেশ অনুকূলে হয়, তাহলে পরদিন থেকে প্রতিনিয়ত ফেরি চলাচল করবে।’ একই তথ্য দেন বিআইডব্লিউটিসির পরিচালক আশিকুজ্জামান।

সর্বশেষ খবর