মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

নিষেধাজ্ঞার প্রথম দিনে ২১ জেলের কারা ও অর্থদন্ড

বরগুনা ও বাগেরহাট প্রতিনিধি

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে প্রথম দিনে বরগুনার আমতলী ও তালতলী উপজেলায় ২১ জন জেলেকে কারা ও অর্থদন্ড দেওয়া হয়েছে। এ সময় ২৮ হাজার মিটার জাল, ৩টি ট্রলার ও ৮০ কেজি মাছ জব্দ করা হয়। এদিকে বাগেরহাটের বলেশ্বর নদী থেকে ৩ হাজার মিটার জাল জব্দ করে টাস্কফোর্স। জানা যায়, ৪ থেকে ২৫ অক্টোবর হচ্ছে ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এ লক্ষ্যে মা ইলিশ সংরক্ষণ ও নিরাপদ প্রজননের জন্য মৎস্য আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। বরগুনা প্রতিনিধি জানান, রবিবার রাত ১২টা থেকে সোমবার দুপুর পর্যন্ত পায়রা নদীর তালতলী ও আমতলী উপজেলার বিভিন্ন এলাকায় যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। সূত্র জানায়, বঙ্গোপসাগরের মোহনায় ইলিশ শিকারের অপরাধে তালতলী উপজেলায় ১৪ জেলেকে ২০ দিন করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও তালতলীর ইউএনও কাওছার হোসেন এ আদেশ দেন। এ ছাড়াও আমতলী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৮ হজার মিটার জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয় এবং বটতলা এলাকায় মোতাহার আকনের বরফ কলে অভিযান চালিয়ে ৩০ কেজি ইলিশ জব্দ করে এতিমদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। একই সঙ্গে বরফ কলটি ৭ দিনের জন্য সিলগালা করে দেওয়া হয়। এ সময় নদীতে মাছ ধরার অপরাধে সাত জেলেকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহম্মেদ।

বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটে ইলিশ আহরণে নিষেধাজ্ঞার প্রথম দিনে টাস্কফোর্স কমিটির অভিযানে বাগেরহাটের শরণখোলায় ৩ হাজার মিটার জাল জব্দ হয়েছে। রবিবার রাত থেকে সোমবার ভোররাত পর্যন্ত বলেশ্বর নদীর বিভিন্ন পয়েন্ট থেকে এগুলো জব্দ করা হয়। পরে জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়।

সর্বশেষ খবর