মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

এক রাতের বৃষ্টিতে তলিয়ে গেছে রংপুর নগরী

নিজস্ব প্রতিবেদক, রংপুর

এক রাতের বৃষ্টিতে তলিয়ে গেছে রংপুর নগরী

এক রাতের বৃষ্টিতে তলিয়ে গেছে রংপুর মহানগরীর বেশির ভাগ এলাকা। ফলে জলমগ্ন হয়ে পড়েছে নগরীর ৩৩টি ওয়ার্ডের নিম্নাঞ্চল। গত বছরে সেপ্টেম্বরে শতাব্দীর সেরা বৃষ্টির পর এবারও রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে উপচে পড়েছে নগরীর প্রাণকেন্দ্র দিয়ে বয়ে যাওয়া শ্যামাসুন্দরী ও কেডি খাল। জলাবদ্ধতার কারণে অনেক স্থানের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রংপুরে গত রবিবার সকাল ৯টা থেকে গতকাল সকাল ৯টা পর্যন্ত ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে এক রাতেই ৩৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। যা ছিল গত ১০০ বছরের রেকর্ড। নগরীর মুলাটোল, কামালকাছনা, নূরপুর, বাবুখাঁ, গণেশপুর, জুম্মাপাড়া, গোমস্তাপাড়া, শালবন, মিস্ত্রিপাড়া, বুড়িরহাটসহ কমপক্ষে ১০০টি পাড়া-মহল্লা পানিতে নিমজ্জিত হয়েছে। অনেক স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় মানুষের চলাচলের বিঘ্ন ঘটছে। পাড়া-মহল্লার অনেক ব্যবসা-প্রতিষ্ঠানে পানি ঢুকে মালামাল নষ্ট হয়েছে। কামালকাছনা এলাকার মজনু মিয়া নগরীর জলাবদ্ধতার জন্য সিটি করপোরেশনকে দায়ী করে বলেন, শ্যামাসুন্দরী খাল ঠিকমতো পরিষ্কার না করা এবং ড্রেনেজ ব্যবস্থা দুর্বল হওয়ার কারণে বৃষ্টিতে জনগণের এই ভোগান্তি। কামারপাড়া এলাকার মমিনুল ইসলাম বলেন, তার আশপাশ এলাকায় জলাবদ্ধতার কারণে অনেকে ঘর থেকে বের হতে পারছেন না। রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশন কাজ করছে। কাউন্সিলরদের বলা হয়েছে নগরীর নিম্নাঞ্চলের পানিবন্দী মানুষকে সহযোগিতা করার জন্য। জেলা অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, গতকাল সকাল ৯টা পর্যন্ত ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজ বিকাল পর্যন্ত এর প্রভাব থাকতে পারে।

সর্বশেষ খবর