শিরোনাম
মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

৪৮ দিন পরে চলল ফেরি

মুন্সীগঞ্জ ও মাদারীপুর প্রতিনিধি

৪৮ দিন পরে চলল ফেরি

দীর্ঘ ৪৮ দিন পর বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে গতকাল পরীক্ষামূলকভাবে ফেরি চালানো হয়েছে। সকাল ১০টার দিকে শিমুলিয়া থেকে ছেড়ে আসা কে-টাইপ ফেরি ‘কুঞ্জলতা’ সফলভাবেই দুপুর ১২টার দিকে ২০টি ছোট বড় যানবাহন ও ১৫টি মোটরসাইকেল নিয়ে ছেড়ে যায়। পরে বাংলাবাজার ঘাটে এসে ভিড়ে। পরে আবার দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাবাজার ঘাট থেকে যানবাহন নিয়ে শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যায়। স্বাভাবিকভাবে শিমুলিয়া ঘাটে পৌঁছালে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে। আজ থেকে নিয়মিত ফেরি চলাচল করবে কি না তার সিদ্ধান্ত গতকাল বিকাল সাড়ে ৫টা পর্যন্ত নিতে পারেনি বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট কর্তৃপক্ষ। বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, পদ্মায় তীব্র স্রোতের কারণে দুর্ঘটনা এড়াতে গত মাসের ১৮ তারিখ দুপুর থেকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। দীর্ঘদিন পর গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে থেকে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল এ ঘাট থেকে শুরু করেছে। জাহাঙ্গীর নামে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ট্রাকচালক বলেন, ‘দুই তিন দিন ধরে শুনছিলাম এই ঘাট দিয়ে ফেরি চলাচল করবে, তাই এসেছি। তবে যেভাবে ফেরি চলাচল করছে, তাতে মনে হয় দুই-এক দিনের মধ্যে পার হতে পারব না। খুলনা থেকে আসা মোটরসাইকেল আরোহী নাবিল খান বলেন, ‘সকাল থেকে টিভিতে দেখলাম পরীক্ষামূলক ফেরি চালু হয়েছে। তাই বাড়ি থেকে রওনা দেই। দুপুর ২টায় বাংলাবাজার ঘাটে আসি, এখনো তো কোনো ফেরি দেখছি না। তবে অপেক্ষা করছি দেখি কী হয়।’ বাংলাবাজার ঘাটের টিআই জামাল উদ্দিন বলেন, ‘দুপুর ১২টার দিকে শিমুলিয়া থেকে ছেড়ে আসা ‘কুঞ্জলতা’ ফেরিটি সফলভাবেই বাংলাবাজার ঘাটে এসে ভিড়ে। পরে সাড়ে ১২টার দিকে বাংলাবাজার ঘাট থেকে যানবাহন নিয়ে শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যায়। আমরা আশা করছি পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল সফল হলেই ফেরি চলাচল স্বাভাবিক হবে। বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ‘কুঞ্জলতা নামের একটি ফেরি বাংলাবাজার ঘাট থেকে পরীক্ষামূলকভাবে  শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে গেছে। এ ছাড়াও ১টার দিকে ক্যামেলিয়া নামের একটি কে-টাইপ ফেরি হালকা ৪/৫টি যানবাহন নিয়ে শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে গেছে। তিনি গতকাল সন্ধ্যায় আরও জানান, আজ থেকে ফেরি স্বাভাবিকভাবে চলতে পারে। কি না সেই সিদ্ধান্ত এখনো কর্তৃপক্ষ আমাদের জানায়নি।

 বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা গেছে, পদ্মা সেতুর ২১ নম্বর খুঁটি বরাবর ১ দশমিক ৫ কিলোমিটার আপ-এ লাল বয়াটি পুনঃস্থাপিত হয়। শিমুলিয়া থেকে ফেরিগুলো বাংলাবাজার যাবে পদ্মা সেতুর ১৩-১৪ বা ১৪-১৫ নম্বর খুঁটির মধ্য দিয়ে। তবে টার্গেট থাকবে ১৪-১৫ নম্বর খুঁটির মাঝখান দিয়ে যাওয়ার। আর বাংলাবাজার থেকে শিমুলিয়া আসার সময় ১৯-২০ বা ২০-২১ নম্বর খুঁটির মধ্য দিয়ে। তবে টার্গেট থাকবে ১৯-২০ নম্বর খুঁটির মাঝখান দিয়ে চলার। পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে ১৮ আগস্ট থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ ছিল। আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিলেই ফেরি চলাচল করবে। তবে আশা করা যায় দ্রুত এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর