মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

দুই সন্তানকে নিয়ে বিষপানের পর মায়ের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শাল্লা উপজেলার সুলতানপুর গ্রামে শিশু সন্তানকে নিয়ে বিষপানের পর মায়ের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৯টার দিকে বাহাড়া ইউনিয়নের সুলতানপুরে এ ঘটনা ঘটে। নিহত আঁখি আক্তার ওই গ্রামের শামসুল হকের স্ত্রী। বিষপান করা দুই শিশু সন্তান চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছে। পুলিশ জানায়, গতকাল সকাল ৯টার দিকে শামসুল হক হাওর থেকে বাড়িতে ফিরে এসে দেখেন- তার স্ত্রী আঁখি আক্তার ও দুই শিশুপুত্র সিয়াম (৭) ও রবিউল (৫) ঘরের ভিতর যন্ত্রণায় ছটফট করছে। এ সময় ছেলে সিয়াম জানায়, মা নিজে বিষপান করে তাদেরও বিষপান করিয়েছেন। পরে তাদের শাল্লা হাসপাতালে নিয়ে যাওয়া হলে আঁখির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত ডাক্তার। সিলেট যাওয়ার পথে মারা যান তিনি। তার দুই সন্তানকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, সংসারে অভাব-অনটন ও  পারিবারিক কলহের জেরেই এই বিষপানের ঘটনা ঘটতে পারে। শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম জানান, বিষপানে মায়ের মৃত্যু হয়েছে। দুই সন্তান চিকিৎসাধীন আছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর