বুধবার, ৬ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

চেয়ারম্যানের অর্থ আত্মসাতের প্রমাণ পেল তদন্ত কমিটি

পাবনা প্রতিনিধি

পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহানের বিরুদ্ধে করোনাকালে মানবিক সহায়তার অর্থ আত্মসাতের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনা তদন্তে গঠিত কমিটি জেলা প্রশাসনের কাছে প্রতিবেদন দাখিল করেছে। পরবর্তী ব্যবস্থা নিতে প্রতিবেদন স্থানীয় সরকার মন্ত্রণালায়ে পাঠানো হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। অভিযোগে জানা যায়, গত ঈদুল ফিতরে প্রধানমন্ত্রী ঘোষিত অসহায় মানুষের জন্য জনপ্রতি ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। দুলাই ইউনিয়নের ১৫০ জন এ বরাদ্দ পান। চেয়ারম্যান শাহজাহান জনপ্রতি ৫০ টাকা রেখে সুবিধাভোগীদের দেন ৪৫০ টাকা করে। পাশাপাশি ভিজিএফ কার্ডধারীদের জন্য বরাদ্দ করা জনপ্রতি ৪৫০ টাকা না দিয়ে, নিজস্ব লোক দিয়ে ভুয়া স্বাক্ষর ও টিপসই নেন।

 দিয়ে মাস্টাররোল পূরণ করেছেন।

 এ বিষয়ে গত ২২ জুন বাংলাদেশ প্রতিদিনে ‘ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুস্থর টাকা আত্মসাতের অভিযোগ’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়।

সর্বশেষ খবর