বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

প্রতিবন্ধী ও বয়স্ক ভাতার টাকা যাচ্ছে ইউপি সদস্যের ভাতিজার পকেটে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নবীনগর উপজেলার কাইতলা ইউনিয়ন পরিষদের এক ইউপি সদস্যের ভাতিজার বিরুদ্ধে বয়স্ক ও প্রতিবন্ধীর ভাতা আত্মসাতের অভিযোগ উঠেছে। গতকাল ভুক্তভোগীরা বিষয়টির প্রতিকার চেয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিড় করেন এবং বিচার চেয়ে বিক্ষোভ করেন। ভুক্তভোগীরা নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দেন।

অভিযোগে বলা হয়, কাইতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাছিরের ভাতিজা সাদ্দাম মিয়া দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী ও বয়স্ক ভাতার টাকা আত্মসাৎ করছেন। কৌশল করে তাদের সিম ও পিন নম্বর সংগ্রহ করে তাদের টাকা না দিয়ে তিনি নিজেই আত্মসাৎ করছেন। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা পারভেজ আহমেদ জানান, ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছি। তদন্ত শেষে দ্রুত প্রতিবেদন দেওয়া হবে। কাইতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী বলেন, ঘটনাটি সত্য। নিজেকে নবীন লীগ নেতা দাবি করে অভিযুক্ত সাদ্দাম বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা ও বানোয়াট। নবীনগরের ইউএনও একরামুল সিদ্দিক বলেন, তিনি অভিযোগ পেয়েছেন। তদন্তের জন্য সমাজ সেবা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর