শিরোনাম
বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ফুটপাথে রাত জেগে সকালে পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ রেখে ভর্তি পরীক্ষা নেওয়ায় ভোগান্তিতে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকরা। থাকার জায়গা না পেয়ে তাদের রেলওয়ে স্টেশনের প্লাটফরম এবং বিভিন্ন মসজিদে অবস্থান নিতে হয়। অনেকে রাস্তার পাশে ফুটপাথে অবস্থান নিয়েছেন। ইঞ্জিনের বিকট শব্দ শোনা যাচ্ছে। সঙ্গে যাত্রীর কোলাহলে স্টেশনে কান পাতা দায়। এর মধ্যেই বই নিয়ে বসে পড়ছেন জুবায়ের আলম। পাশে বসে আছেন তার মা-বাবা। গতকাল সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। শুধু জুবায়ের আলম নন, তার মতো অনেক শিক্ষার্থী গত সোমবার থেকে রেলস্টেশন ও ফুটপাথে রাত কাটিয়ে সকালে ভর্তি পরীক্ষা দেন। অনেকে মসজিদে আশ্রয় নেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় অন্যান্য জেলা থেকে আসা শিক্ষার্থীদের এমনই দুর্ভোগের শিকার হতে হয়। তারা হোটেলে থাকার জায়গা পান না, খাবারের হোটেলে সময়মতো খাবার পান না। যানজটে নাকাল হয়ে পরীক্ষার হলে গিয়ে বসতে হয়। শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবার একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা বিভাগীয় আটটি শহরে পরীক্ষার কেন্দ্র করেছে। ভুক্তভোগীরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো আগামীতে যেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ও এমন উদ্যোগ নেয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার জানান, এবার ছাত্রদের হলগুলো বন্ধ থাকায় পরীক্ষার্থীদের দুর্ভোগ হয়েছে। তবে আগামীতে তারাও ঢাকার মতো পরীক্ষা নেওয়া যায় কি না, সেটি নিয়ে ভাবছেন। একাডেমিক কাউন্সিল সিদ্ধান্ত নিলে আগামীতে বিভাগীয় শহরগুলোর বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পরীক্ষা নিতে চান তারাও।

সর্বশেষ খবর