বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

হাকিমপুরের তিন ইউপিতে নৌকা পেতে মরিয়া ১৭ প্রার্থী

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর উপজেলার তিনটি ইউপির দ্বিতীয় ধাপের নির্বাচনে নৌকা পেতে মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগের স্থানীয় ১৭ নেতা-কর্মী। তফসিল ঘোষণার পর থেকে আলীহাট, খট্টামাধবপাড়া, বোয়ালদাড় এই তিন ইউপিতে কে নৌকা প্রতীক পাচ্ছে এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। মনোনয়নপ্রত্যাশী সবার তালিকা পাঠানো হয়েছে কেন্দ্রে বলে জানা গেছে। তিনটি ইউনিয়নের মধ্যে খট্টামাধবপাড়া ইউপিতে নৌকার মনোনয়নপ্রত্যাশী পাঁচজন হলেন- বর্তমান চেয়ারম্যান মোখলেছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি কাওছার রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক, সহসভাপতি আজিজার রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হারুন উর রশিদ। বোয়ালদাড় ইউপিতে নৌকার মনোনয়নপ্রত্যাশী পাঁচজন হলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সদরুল ইসলাম, সাধারণ সম্পাদক রাসেল আলী খান, আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম (ডাবলু), আওয়ামী লীগ নেতা আবদুল হান্নান। আলিহাট ইউপিতে নৌকা মনোনয়নপ্রত্যাশী সাতজন হলেন- ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য গোলাম রসুল (বাবু), আওয়ামী লীগ নেতা সাজ্জাদুজ্জামান (সাহেব), উপজেলা ছাত্রলীগের সভাপতি শ্রী সুমন মন্ডল, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম (রভি)। এ বিষয়ে হাকিমপুর পৌর আওয়ামী লীগের সভাপতি জামিল হোসেন চলন্ত বলেন, দ্বিতীয় ধাপে হাকিমপুর উপজেলার তিনটি ইউনিয়নে আগামী ১১ নভেম্বর ভোট অনুষ্ঠিত হবে। আমাদের দলীয় প্রার্থী মনোনয়নের জন্য আমরা কেন্দ্রে ইতিমধ্যে তিনটি ইউনিয়নের ১৭ জনের নাম পাঠিয়েছি।

সর্বশেষ খবর