শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

সততা-মানবতা শেখ হাসিনার পরম ধর্ম : ক্যাপ্টেন তাজ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম এমপি বলেছেন, ‘মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানের ধর্মীয় উৎসবে আমরা সবাই আনন্দ উপভোগ করি। ধর্ম যার যার আনন্দ সবার। বাংলাদেশে একটি চিত্র সর্বদা বিরাজমান তা হলো মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান একসঙ্গে ভাই ভাই হিসেবে বসবাস করি। সততা ও মানবতাই শেখ হাসিনার পরম ধর্ম। ধর্মবর্ণের ভেদ ভুলে একসঙ্গে যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছিলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি বলেই বাংলাদেশ আজ ডিজিটাল ও মধ্যম আয়ের দেশ।’ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা মিলনায়তনে গতকাল শারদীয় দুর্গাপূজার অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভাপতিত্ব করেন ইউএনও সৈয়দা শমসাদ বেগম।                 -বাঞ্ছারামপুর প্রতিনিধি

 

নির্মাণাধীন ভবন থেকে পড়ে মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পোশাক নির্মাণাধীন ভবন থেকে পড়ে আলম (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। উপজেলার গোলাকান্দাইল এলাকায় গত বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। মৃত আলম নীলফামারীর জলঢাকা উপজেলার আতিয়ার রহমানের ছেলে। ভুলতা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক হুমায়ন কবির গতকাল এ তথ্য নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার আলম ওই ভবনের দ্বিতীয় তলায় কাজ করছিলেন। এ সময় হঠাৎ তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করেন। ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি।     -রূপগঞ্জ প্রতিনিধি

 

মাকে হত্যায় ছেলের যাবজ্জীবন

গাজীপুরের কালিয়াকৈরে মাকে কুপিয়ে হত্যা মামলায় ছেলেকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের দন্ডাদেশ দেওয়া হয়েছে। গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মমতাজ বেগম গতকাল এ রায় দেন। দন্ড পাওয়া আসামির নাম শাহজাহান খান ওরফে সাজু (৪৬)। তিনি কালিয়াকৈর থানাধীন কাঁচারস এলাকার আমছের আলীর ছেলে। আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৯ মার্চ বাড়ির পাশের ঝাড় থেকে বাঁশ কাটার সময় শাহজাহানকে বাধা দেন তার বাবা আমছের। এতে ক্ষুব্ধ হয়ে শাহজাহান বাবাকে গালিগালাজ করতে থাকেন। তখন মা আনোয়ারা সেখানে গেলে হাতে থাকা দা দিয়ে তার গলায় কোপ দেন শাহজাহান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।        -গাজীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর