শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

মাতৃত্বকালীন ছুটি চাওয়ায় চাকরি ছাড়ার নির্দেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ মহানগরের গোদনাইলের একটি কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে শ্রম আইন না মানার অভিযোগ পাওয়া গেছে। আইন অনুযায়ী একজন নারী শ্রমিক মাতৃত্বকালীন ছুটি চাইলে তাকে উল্টো চাকরি ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। এ বিষয়ে গত বুধবার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-মহাপরিদর্শক বরাবর অভিযোগ দিয়েছেন মোসলেমা নামে ওই কারখানার এক নারী শ্রমিক।

গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ শাখার সভাপতি এম এ শাহীন বলেন, মাতৃত্বকালীন ছুটি পাওয়া যে কোনো নারী শ্রমিকের অধিকার। এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতনদের সুদৃষ্টি কামনা করছি।

সর্বশেষ খবর