শনিবার, ৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

জমে উঠেছে ইউপি নির্বাচনে প্রচার-প্রচারণা

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

জমে উঠেছে ইউপি নির্বাচনে প্রচার-প্রচারণা

জমে উঠেছে কুমিল্লা জেলার তিতাস উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচার-প্রচারণা। কে পাচ্ছেন চেয়ারম্যান পদে নৌকার দলীয় মনোনয়ন সর্বত্র চলছে আলোচনা। ইতিমধ্যে তিতাস উপজেলা আওয়ামী লীগ ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়নের জন্য কেন্দ্রে ৫০ জনের নামের তালিকা পাঠিয়েছেন। আজ কেন্দ্রীয় আওয়ামী লীগ তিতাস উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করবেন। ইতিমধ্যে নৌকার মনোনয়ন প্রত্যাশী সব প্রার্থীরাই ঢাকায় অবস্থান করে কেন্দ্রীয় হাইকমান্ডের কাছে যে যেখানে পারছেন জোড়ালো তদবির করছেন নিজ অনুকূলে নৌকা পাওয়ার জন্য। প্রার্থীরা ঢাকা থাকলেও তার কর্মী-সমর্থকরা নিজ নিজ এলাকায় গণ-সংযোগ ওঠান, বৈঠক, অব্যাহত রেখেছেন। উপজেলার কলাকান্দি ইউনিয়নে নৌকার প্রতীক প্রত্যাশী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মো. হাবিবুল্লাহ বাহার। এ ইউনিয়নে অন্য প্রার্থীরা হচ্ছেন গত নির্বাচনে বিদ্রাহী চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুগলীগের সাবেক সদস্য মো. ইব্রাহীম; এছাড়া মো. আলম সরকার, মো. সিরাজুল ইসলাম-সাবেক সভাপতি, কলাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ, আ. করিম মুন্সী-সাবেক যুগ্ম আহ্‌বায়ক, তিতাস উপজেলা যুবলীগ এবং আতাউর রহমান শানু-সদস্য, তিতাস উপজেলা যুবলীগ নৌকার প্রতীক প্রত্যাশী। জিয়ারকান্দি ইউনিয়নে নৌকার মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বর্তমান নৌকার ইউপি চেয়ারম্যান হাজী আলী আশ্রাফ, তিনি আবারও আশাবাদী নৌকার দলীয় মনোনয়ন পাওয়ায় । প্রতিদিন গণ-সংযোগ, উঠান বৈঠক অব্যাহত রেখেছেন। এ ইউনিয়নে আওয়ামী লীগ নেতা বাদল রিয়াজ, যুবলীগ নেতা জামাল হোসেন ও মনোনয়ন চান। নারান্দিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা, ইঞ্জিনিয়ার সালাউদ্দিন এবারও আশাবাদী তিনি দলীয় মনোনয়ন পাবেন। এ লক্ষ্যে তিনি গণ-সংযোগ উঠান বৈঠক অব্যাহত রেখেছেন। আওয়ামী লীগ নেতা খোকা, বলরামপুর ইউনিয়নে নৌকার মনোনয়নপ্রত্যাশী বর্তমান চেয়ারম্যান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্‌বায়ক নুরুন নবী, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মাহফুজ শিকদার, শ্রমিক লীগ নেতা সাজ্জাদ শিকদার। অন্যান্য ইউনিয়নেও প্রার্থীরা সমান তালে প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন।

কে পাচ্ছেন নৌকার দলীয় মনোনয়ন। এ নিয়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়।

সর্বশেষ খবর