শনিবার, ৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

মোংলায় সারবাহী কার্গো জাহাজডুবি

বাগেরহাট প্রতিনিধি

মোংলা বন্দরের পশুর চ্যানেলের সুন্দরবনের অপর পাড়ে ৮৫০ মেট্রিক টন সারবোঝাই ‘এমভি দেশবন্ধু’ নামে একটি লাইটার কার্গো জাহাজ ডুবে গেছে। গতকাল দুপুরে মোংলা বন্দরের পশুর চ্যানেলের কাইনমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় লাইটার কার্গো জাহাজটিতে থাকা ১০ নাবিক সাঁতরে কূলে উঠতে সক্ষম হন। ডুবে যাওয়া কার্গোটি পশুর চ্যানেলের চরের দিকে থাকায় মূল চ্যানেল সম্পূর্ণই ঝুঁকিমুক্ত ও নিরাপদ রয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। দুর্ঘটনাকবকিত লাইটার জাহাজের মাস্টার রিয়াদ আলী মোল্লা এ তথ্য নিশ্চিত করে জানান, বন্দরের হারবাড়িয়ার ১৪ নম্বর বয়ায় অবস্থানরত পানামা পতাকাবাহী ‘এমভি সিএনভি জর্দানি’ নামে একটি জাহাজ          থেকে বৃহস্পতিবার রাতে পশুর চ্যানেলে এলে অন্য একটি লাইটার জাহাজ ধাক্কা দেয়।

এতে সারবোঝাই এমভি দেশবন্ধু নামের লাইটার কার্গো জাহাজ ডুবে যায়। এ সময় লাইটার কার্গো জাহাজটিতে থাকা ১০ নাবিক সাঁতরে কেটে কূলে উঠতে সক্ষম হয়েছে। সারবোঝাই লাইটার কার্গো জাহাজটি মোংলা থেকে যশোরের নওয়াপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। বর্তমানে ডুবে যাওয়া কার্গগো জাহাজটি জোয়ারের সময় ব্রিজের কিছু অংশ দেখা গেলেও বাকি অংশ নদীতে নিমজ্জিত রয়েছে। এ ঘটনায় মোংলা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানিয়েছেন কার্গো জাহাজটির মাস্টার রিয়াদ আলী মোল্লা। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ও সচিব (ভারপ্রাপ্ত) কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, দুর্ঘটনাকবলিত স্থান পরির্দশন করেছে মোংলা বন্দরের হারবার বিভাগের সদস্যরা। সারবোঝাই লাইটার কার্গো জাহাজটি মূল পশুর চ্যানেলের বাইরে ডুবেছে। কার্গোটি পশুর চ্যানেলের চরে রয়েছে, এতে মূল চ্যানেল সম্পূর্ণই ঝুঁকিমুক্ত নিরাপদ রয়েছে। এতে বন্দরের চ্যানেল দিয়ে জাহাজ চলাচলে কোন সমস্যা ও ঝুঁকি নেই। দুর্ঘটনাকবলিত স্থানে মার্কিংয়ের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যাতে পুনরায় অন্য কোনো নৌযান দুর্ঘটনার শিকার না হয়।

সর্বশেষ খবর