শনিবার, ৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

‘পাটাগোনিয়ান মারা’ সাফারি পার্কে

গাজীপুর ও শ্রীপুর প্রতিনিধি

‘পাটাগোনিয়ান মারা’ সাফারি পার্কে

আর্জেন্টিনার প্রাণী ‘পাটাগোনিয়ান মারা’ এখন গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। গত মঙ্গলবার বিলুপ্তপ্রায় দুটি প্রাণী সাফারি পার্কে হস্তান্তর করা হয়। এরপর থেকে প্রাণী দুটি দেখতে প্রতিদিন দর্শনার্থীরা সাফারি পার্কে ভিড় করছেন। এই প্রাণীর কান খরগোশ আর চোখ দেখতে হরিণের মতো। এর আগে বাংলাদেশে এ ধরনের প্রাণী কখনো দেখা যায়নি। বন কর্মকর্তা নির্মল কুমার পাল বলেন, গত ৩ মার্চ ভারতে পাচার করার সময় সাতক্ষীরার কলারোয়ার তুষখালী সীমান্ত থেকে সাতটি প্রাণী উদ্ধার করে বিজিবি।  একটি প্রাণী মারা যাওয়ায় ছয়টি প্রাণী তারা বুঝে পান। প্রাণীগুলোকে বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে রাখা হলে সেখানে গত ৩১ আগস্ট একটি নতুন অতিথির জন্ম হয়। পরে একে একে পাঁচটি প্রাণীই মারা যায়। অবশিষ্ট দুটি প্রাণী মঙ্গলবার শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হয়। পার্কের কর্মকর্তা তবিবুর রহমান বলেন, প্রাণী দুটিকে তাদের বসবাসের উপযোগী বেষ্টনী তৈরি করে সেখানে রাখা হয়েছে।  প্রাণীগুলো সুস্থ রয়েছে ও স্বাভাবিক খাবারও খাচ্ছে।

সর্বশেষ খবর