রবিবার, ১০ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

অবহেলায় প্রসূতির মৃত্যু

চাঁদুপুর প্রতিনিধি

অবহেলায় প্রসূতির মৃত্যু

চাঁদপুর শহরে উকিলপাড়ায় একটি বেসরকারি হাসপাতালে ডা. শামসুন্নাহার তানিয়ার অবহেলায় রাহিমা বেগম (২২) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। গত শুক্রবার সন্ধ্যায় হাসপাতালের অপারেশন থিয়েটারে প্রসূতির মৃত্যু হয়। তবে প্রসূতি মারা গেলেও সিজারে জন্ম নেওয়া কন্যাশিশু বেঁচে আছে। ঘটনার পরপর নতুনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামরুজ্জামান ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। নিহত রাহিমা বেগম সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের আখনের হাট এলাকার কাপড় ব্যবসায়ী মনির হোসেনের স্ত্রী। মনির হোসেন জানান, আমার স্ত্রী রাহিমা প্রায় দুই বছর ধরে ডা. শামসুন্নাহার তানিয়ার তত্ত¡ বধানে ছিল। রাহিমার সিজার করেন গাইনি ডা. শামসুন্নাহার তানিয়া ও এনেসথেসিয়া করেন ডা. জাহাঙ্গীর হোসেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকের কথা অনুযায়ী গত বুধবার সন্ধ্যায় হাসপাতালে রাহিমা ভর্তি করা হয়। শুক্রবার বিকালে সিজারের জন্য ওটিতে নেওয়া হয়।

সন্ধ্যায় ওটি থেকে কন্যাসন্তান হয়েছে বলে জানানো হয়। প্রায় ঘণ্টাখানেক সময় অতিবাহিত হলেও আমার স্ত্রী কেমন আছে তারা জানায়নি। পরে আমি জোর করে ওটিতে প্রবেশ করি। তখন আমাকে বলা হয়, আমার স্ত্রী মারা গেছে। সিজারের পর ডা. তানিয়া পালিয়ে গেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর বিষয়ে আমাদের জানায়নি। প্রসূতির শাশুড়ি জানান, ডা. তানিয়া আমার ছেলের বৌ রাহিমাকে মেরে ফেলছে। কসাই ডা. তানিয়া একটা খুনি। আমরা এ খুনির বিচার চাই। ডা. তানিয়াকে বিভিন্ন সময়ে রোগীদের সঙ্গে অসদাচরণের কথা শোনা যাচ্ছে। ডা. তানিয়াকে অবাঞ্ছিত ঘোষণা করা হোক। প্রসূতির পিতা জয়নাল গাজী জাপ্রণ, চার বছর আগে পারিবারিকভাবে মনিরের সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়। হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি ও  ডা. তানিয়ার অবহেলায় আমার মেয়ের মৃত্যু হয়েছে। আমি মেয়ে হত্যার বিচার চাই। এখনে এসে জানতে পারলাম ডা. তানিয়ার অপারেশনে বহু পসূতির মৃত্যু হয়েছে। তার হাতে বিভিন্ন হাসপাতালে প্রতি মাসেই দু-তিনটি মৃত্যুর ঘটনা ঘটছে।  নতুনবাজার ফাঁড়ির ইনচার্জ মো. কামরুজ্জামান জানান, ঘটনার অনেক পরে আমাদের জানানো হয়েছে। আমরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি এবং কাগজপত্র পর্যালোচনা করেছি। তবে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ডা. শামসুন্নাহার তানিয়ার ব্যবহৃত মোবাইল ফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।

সর্বশেষ খবর