রবিবার, ১০ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

সুশিক্ষায় দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে : ক্যাপ্টেন তাজ

দুর্যোগব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এমপি বলেছেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ সেবায় আত্মনিয়োগ করতে হবে। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে স্বল্প পরিসরে স্কুল-কলেজ খুলে দেওয়া হয়েছে। প্রত্যেক শিক্ষার্থী এবং শিক্ষক-শিক্ষিকাকে স্বাস্থ্যবিধি মেনে শ্রেণি কার্যক্রম চালিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত করতে চান জাতিকে। সেই লক্ষ্যে সরকার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি শিক্ষকদের উদ্দেশ্য বলেন, নিজের সন্তানের মমতায় গড়ে তুলুন ছাত্রছাত্রীদের। তবেই তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে। দেশপ্রেম একটি মহৎ গুণ। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে মাস্ক বিতরণ অনুষ্ঠানে গতকাল তিনি এ কথা বলেন। ইউপি চেয়ারম্যান কাজী জাদিদ আল রহমান জনির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সহসভাপতি প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল, ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম বকুল, বাঞ্ছারামপুর পৌর মেয়র তফাজ্জল হোসেন প্রমুখ।          -বাঞ্ছারামপুর প্রতিনিধি

 

৫৩ জেলের বিভিন্ন মেয়াদে সাজা

ফরিদপুরের সদরপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ মাছ শিকারের দায়ে ৫৩ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার গভীর রাতে সদরপুর উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদে জেলা মৎস্য অধিদফতর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলেদের কাছ থেকে ৯০ হাজার মিটার কারেন্ট জাল ও এক মণ ইলিশ জব্দ করা হয়। শনিবার সকালে আটককৃত জেলেদের মধ্যে আটজনকে দুই মাস করে ও বাকি ৩৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এ ছাড়া ছয়জন অপ্রাপ্ত বয়স হওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয় ভ্রাম্যমাণ আদালত। উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে ভূস্মীভূত করা হয় ও জব্দকৃত ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সালথা মৎস্য কর্মকর্তা রাজিব রায় ও আলফাডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্র্তা সুমন লাল দেবনাথ প্রমুখ।         -ফরিদপুর প্রতিনিধি

 

ছুরির ভয় দেখিয়ে ধর্ষণ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় তেরো বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গতকাল মো. খলিলুর রহমান (২১) নামক এক গার্মেন্ট শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। খলিলুর রহমান গাইবান্ধা জেলার সাঘাটা থানার যোগিপাড়া গ্রামের আবদুল করিমের ছেলে ও ফতুল্লা মডেল থানাধীন মুসলিমনগর এতিমখানা রোডের সালাউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার দুপুরে মুসলিম নগর এতিমখানার রোডের সালাউদ্দিনের ভাড়া বাসায়। কিশোরীকে ধর্ষণের ঘটনায় কিশোরীর নানি বাদী হয়ে খলিলুর রহমানকে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন। মামলায় উল্লেখ করা হয় যে, বাদী তার স্বামী ও নাতনিকে নিয়ে ফতুল্লার মুসলিমনগর এতিমখান রোডস্থ সালাউদ্দিনের বিল্ডিংয়ে ভাড়ায় বসবাস করেন। অপরদিকে গ্রেফতারকৃত খলিলুর রহমানও একই বিল্ডিংয়ে পাশাপাশি ভাড়ায় বসবাস করে। একটি গার্মেন্টসে কাজ করে। পাশাপাশি বসবাস করার সুবাদে গ্রেফতারকৃতের সঙ্গে সু-সম্পর্ক ছিল এবং নির্যাতিত কিশোরী তাকে দুলাভাই বলে সম্বোধন করতো। ঘটনার দিন দুপুর দুইটার দিকে বাদীর স্বামী ভ্যানগাড়ি নিয়ে নিজ কর্মস্থলে ছিল এবং বাদী শাক তুলতে বাড়ির বাইরে ছিল। এ সুযোগে গ্রেফতারকৃত খলিলুর বাদীর নাতনিকে মুখ  চেপে তার রুমে জোরপূর্বক নিয়ে গিয়ে ছুরির ভয়  দেখিয়ে ধর্ষণ করে। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। ধর্ষিতা কিশোরীকে  মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।    -নারায়ণগঞ্জ প্রতিনিধি

 

ধামরাইয়ে আবাসন প্রকল্পে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

ঢাকার উপকণ্ঠের ধামরাইয়ের কুল্লা ইউনিয়নে একটি আবাসন প্রকল্পকে কেন্দ্র করে পক্ষে-বিপক্ষের লোকজন গত কয়েকদিন ধরেই ধাওয়া-পাল্টা ধাওয়া, হামলা ও মামলা দায়ের করে এলাকায়  উত্তেজনার সৃষ্টি করেছে। এতে কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এলাকায় পরিস্থিতি উত্তপ্ত থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা গেছে, ধামরাইয়ের ওই ইউনিয়নে মাকুলিয়া এলাকায় একটি আবাসন প্রকল্প করেন তৌহিদুল ইসলামসহ কয়েকজন। তারা জমি কিনে বালু ভরাট করে রাস্তাঘাট নিজেরাই নির্মাণ করেন। স্থানীয় বদরুল ইসলাম বদু, সাইফুল ইসলামসহ কয়েকজন আবাসনের বিপক্ষে অবস্থান নেন এবং বলেন জোর করে জমি দখল করে মাটি ভরাট করছেন আবাসনের মালিক তৌহিদ। এতে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। দফায় দফায় হামলায় আহত হন কয়েকজন। খবর পেয়ে পুলিশ পাঁচজনকে আটক করে। এতে এলাকায়  উত্তেজনার সৃষ্টি হয়।  স্থানীয় কহিনুর, শীতল, লুৎফর রহমানসহ কয়েকজন জানান, আবাসন প্রকল্পে আমরা নগদ টাকায় জমি বিক্রি করেছি।               -ধামরাই (ঢাকা) প্রতিনিধি       

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর