রবিবার, ১০ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

রাজশাহীতে ৪৫৬ মন্ডপে পূজার আয়োজন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

করোনার প্রাদুর্ভাব অনেকটাই কেটেছে। তবে করোনার সংক্রমণ এড়াতে গত বছরের মতো এবারও বাড়তি সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনেই দুর্গাপূজা উদযাপনের নির্দেশনা প্রশাসনের। রাজশাহীতে এবার ৪৫৬টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হতে যাচ্ছে। এর মধ্যে ৭৫টি মন্ডপ মহানগর এলাকায়। ৩৮১টি মন্ডপ জেলার ৯ উপজেলায়। ইতিমধ্যে মন্ডপ সাজানোর কাজ শুরু হয়েছে। প্রতিমা শিল্পীরাও এখন রংতুলির আঁচড়ে দেবী দুর্গাকে সাজিয়ে তোলার কাজ করছেন। সময়মতো প্রতিমা সরবরাহ করতে দিনরাত এক করে কাজ করছেন তারা। রাজশাহীতে এ বছর গতবারের চেয়ে ১০টি মন্ডপে পূজা কম হচ্ছে। রাজশাহী মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল ঘোষ জানান, তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন। নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মন্ডপে পুলিশের পাশাপাশি আনসার সদস্য ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন। জেলা প্রশাসক আবদুল জলিল জানান, পূজামন্ডপ ঘিরে বখাটেদের উৎপাত হলে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। প্রতিটি পূজামন্ডপে যাওয়া এবং বের হওয়ার জন্য নারী ও পুরুষের জন্য আলাদা আলাদা গেট থাকবে।

এবার পূজা চলাকালে ভক্তি সংগীত ছাড়া অন্য কোনো গান না বাজানোরও সিদ্ধান্ত হয়েছে প্রস্তুতি সভায়। পূজা ঘিরে কোথাও মেলা কিংবা অন্য অনুষ্ঠানেরও আয়োজন করা যাবে না।

সর্বশেষ খবর