রবিবার, ১০ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

মাছের সঙ্গে শত্রুতা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে রাতের আঁধারে একটি পুকুরে বিষ দিয়ে প্রায় ৫০ মণ মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে সদর উপজেলার চাঁপাই-মহেষপুর গ্রামে। চাঁপাই-মহেষপুর গ্রামের পুকুর মালিক মজিবুর রহমান জানান, চলতি বছরের শুরুর দিকে দুর্বৃত্তরা তার পুকুরে বিষ দিলে সে সময় ১০-১৫ মণ মাছ মারা যায় এবং ২০-২৫ মণ মাছের ক্ষতি হয়।

এদিকে গত শুক্রবার রাতে আবারও দুর্বৃত্তরা তার পুকুরে বিষ দিলে প্রায় ৫০ মণ মাছ মরে ভেসে উঠে। মরা মাছের বেশিরভাগই পোনা এবং সিলভার কাপ জাতের। এছাড়াও কাতলা, রুই, মৃগেল, মিরর কার্প মাছ রয়েছে। পোনা মাছ থেকে শুরু করে দুই কেজি ওজনের মাছও মরে ভেসে উঠেছে। এদিকে গতকাল সকালে সদর মডেল থানার একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। সদর মডেল থানার উপ-পরিদর্শক মো. ওবাইদুল হক বলেন, ভুক্তভোগীর মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এমনকি অভিযোগের সত্যতাও মিলেছে। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর