সোমবার, ১১ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

৬ জেলায় সড়কে নয় জনের প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

৬ জেলায় সড়কে নয় জনের প্রাণহানি

দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রীসহ নয় জন নিহত হয়েছেন। শনিবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- চট্টগ্রাম : গতকাল সকালে সীতাকুন্ড সদরের বাইপাস এলাকায় একটি লরির ধাক্কায় পিকআপ ভ্যানচাপা পড়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে। তারা হলেন মেহেদী হাসান জনি ও সায়েম। এদিকে সদরঘাট থানার সামনে সকালে ট্রাকচাপায় খাদিজা বেগম নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। খাদিজা নগরীর ইসলামিয়া কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। নীলফামারী : ডোমার উপজেলায় ট্রাক্টর অটোভ্যান সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় বোড়াগাড়ী-গোমনাতী সড়কের পাঠানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ভ্যানচালক উপজেলার বামুনিয়া ইউনিয়নের আবুল হোসেন (৫৫) ও সদর উপজেলার রামগঞ্জ এলাকার নুরনবী ইসলামের আট মাসের মেয়ে সাবিহা। লালমনিরহাট : সদর উপজেলার সেলিমনগর এলাকায় সকালে ট্রলির ধাক্কায় আবদুস সামাদ (৫৪) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহতের বাড়ি একই উপজেলার পঞ্চগ্রামে। অন্যদিকে, কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার আমিনবাজার এলাকায় শনিবার রাতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আবু বক্কর সিদ্দিক (৪০) নামে এক ইজিবাইক যাত্রীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার হাজরানিয়া উত্তরণ ডিগ্রি কলেজের প্রভাষক। মাগুরা : মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদা এলাকায় সকালে পিকআপ- মোটরসাইকেল সংঘর্ষে কুনতাল বকসি (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি শালিখা উপজেলার আড়পাড়া দুর্গাপুর গ্রামের বাসিন্দা। ময়মনসিংহ : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ভোরে ট্রাকচাপায় মোটরসাইকেলে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয়ে বিল্লাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাড়ি গৌরীপুর থানার মহিসারং এলাকায়।

সর্বশেষ খবর