সোমবার, ১১ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ডেল্টা প্ল্যান বাস্তবায়ন হলে আমরা হব উচ্চ মধ্যম আয়ের দেশ : শামীম

শরীয়তপুর প্রতিনিধি

পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের এমপি এ কে এম এনামুল হক শামীম বলেছেন, মহাপরিকল্পনা ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটা বাস্তবায়ন হলে আগামী কয়েক বছরের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশ হবে বাংলাদেশ। তখন বন্যা নিয়ন্ত্রণ সম্ভব হবে। বন্ধ হবে নদীভাঙন। উপকূল এলাকায় জাগবে নতুন ভূমি। দেশের আয়তন বাড়বে। শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টিসহ সার্বিক জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। রূপকল্প ২০৪১ মাথায় রেখে এই মহাপরিকল্পনা করা হয়েছে। মহাপরিকল্পনায় যুক্ত রয়েছে খাদ্য নিরাপত্তা কৌশল, অবকাঠামো ও শিল্প উন্নয়ন, কর্মসংস্থান, জনস্বাস্থ্য, পরিবেশ ও সার্বিক অর্থনৈতিক উন্নয়নে প্রণীত কাঠামো। শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে যুব উদ্যোক্তা তৈরি, আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে কর্মপন্থা নির্ধারণ কর্মশালায় গতকাল প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক পারভেজ হাসান এতে সভাপতিত্ব করেন।

ক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি ছাবেদুর রহমান খোকা, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক আজহারুল ইসলাম খান প্রমুখ।

সর্বশেষ খবর