সোমবার, ১১ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

পানিতে ডুবে প্রাণ গেল পর্যটকের 

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দেবতাকুম পর্যটন কেন্দ্রে পানিতে ডুবে ফেরদৌস সরদার (২৬) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। রোয়াংছড়ির কচ্ছপতলী ইউনিয়নে প্রাকৃতিক পর্যটন স্পট দেবতাকুমে (দেবতা জলাশয়) গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফেরদৌসের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায়। তার বাবার নাম লোকমান সরদার। বান্দরবান ট্যুরিস্ট পুলিশের ওসি আমিনুল হক জানান, রবিবার সকালে বন্ধুদের সঙ্গে ফেরদৌস সরদার বান্দরবান থেকে রোয়াংছড়ির দেবতাকুমে আসেন। কিছুক্ষণ ঘোরাঘুরির পর বাঁশের ভেলায় চড়েন তারা। হঠাৎ ফেরদৌস ভেলা থেকে পড়ে পানিতে ডুবে যান। স্থানীয় লোকজন এবং ট্যুরিস্ট গাইডরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফেরদৌসের বন্ধু রায়হান জানান, ফেরদৌস                   মৃগীরোগী ছিল। এ বিষয়ে চিকিৎসকের কোনো মতামত পাওয়া যায়নি।                 -বান্দরবান প্রতিনিধি 

 

মুক্ত হয়ে আকাশে উড়ল ১০৩ সাদা বক

কক্সবাজারের উখিয়ায় ফাঁদ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ১১৭টি সাদা বক। এর মধ্যে ১০৩টি অবমুক্ত করা হয়েছে। বাকি ১৪টি বকের চিকিৎসা চলছে। উখিয়া বনবিভাগ মাছকারিয়া এলাকা থেকে বকগুলো উদ্ধার করে। বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম গতকাল এ তথ্য নিশ্চিত করেন। এরআগে শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে এ সব বক উদ্ধার করা হয়। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান, শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়ে এসব বক। খবর পেয়ে বকগুলো উদ্ধার করা হয়। ১১৭টি বকের মধ্যে ১০৩টি সাদা সুস্থ থাকলেও বাকিগুলো ছিল অসুস্থ। সুস্থ বকগুলো অবমুক্ত করা হয়েছে। বাকিগুলোর চিকিৎসা চলছে। সুস্থ হওয়ার পর এগুলোও অবমুক্ত করা হবে। শফিউল আলম বলেন, পাক-পাখালি প্রকৃতির প্রাণ। সাদা বক সুষ্ঠু চাষাবাদে ভূমিকা রাখে। কক্সবাজারের উখিয়াসহ উপকূল এলাকায় কিছু অসাধু পাখি শিকারি আছেন, যারা সাদা বক ধরেন। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।          -কক্সবাজার প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর