সোমবার, ১১ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

১২ ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা মাঠে

আবদুর রহমান টুলু, বগুড়া

১২ ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা মাঠে

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে ১২টি ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমেছেন। তারা এলাকায় গণসংযোগ করে নিজের জন্য দোয়া চাইছেন। শুভেচ্ছা বিনিময় করে এলাকার উন্নয়নের জন্য নানা কথা দিয়ে যাচ্ছেন। জেলার সারিয়াকান্দি সদর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী হতে চান বর্তমান চেয়ারম্যান আবদুল কাফি মন্ডল, সাহাম্মাত করিম, শাহজাহান কবির টুটুল, মাহবুবুর রহমান রুবেল, আবদুল আলিম, সাইফুজ্জামান বাবু। বিএনপি থেকে অ্যাড. জাকিউল ইসলাম সোহেল এবং সাখাওয়াত হোসেন ডাবলু। হাটশেরপুর ইউনিয়নে নৌকা প্রতীক চেয়ে প্রচারণা চালাচ্ছেন বর্তমান চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, সুলতান মাহমুদ প্রিন্স, আজিজুল হক টেপা, এফাজ উদ্দিন, আল ওয়াকি শিলু, শাহানুর রহমান শান্ত, নিয়ামুল হক প্রিন্স। এ ছাড়া আওয়ামী লীগের সমর্থন পেয়ে নৌকা প্রতীকে ইউনিয়নের নির্বাচনে মাঠে নেমেছেন মো. সোহেল তানভীর। বিএনপির কোনো প্রার্থী মাঠে নামেননি।  চালুয়াবাড়ী ইউনিয়নে নৌকা প্রতীক চেয়ে গণসংযোগসহ মাঠে আছেন বর্তমান চেয়ারম্যান শওকত আলী। কাজলা ইউনিয়ন পরিষদে নৌকার মনোনয়ন পেতে গণসংযোগ করছেন বর্তমান চেয়ারম্যান রাশেদ মোশারফ, শাহজাহান মোল্লা, শেখ তাজুল ইসলাম তারা, তোফাজ্জল হোসেন তোফা, জিয়াউর রহমান জান্নাত। বিএনপির অধ্যক্ষ রফিকুল ইসলাম। স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচন করতে গণসংযোগ করছেন সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন জিন্নাহ। নারচী ইউনিয়নে নৌকা প্রতীক চেয়ে গণসংযোগ শুরু করেছেন বর্তমান চেয়ারম্যান মো. আলতাফ হোসেন বান্টু, মামুনুর রশিদ হিমু, আহসান উল্লাহ বাদশা, আনোয়ার হোসেন ফুলবাবু। বিএনপি থেকে মদন মিয়া।  হাটফুলবাড়ী ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চান বর্তমান চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ, ফজলুল করিম নিপু, সাখাওয়াত হোসেন ছকো, রাজু আহম্মেদ, রাফিউল ইসলাম বাবুল। বিএনপি থেকে আক্তারুজ্জামান বুলবুল এবং মো. বেলাল মিয়া। এ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মো. সাগর মিয়া। কুতুবপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে গণসংযোগ করছেন মঞ্জুরুল হক রনি, রফিকুল ডাক্তার এবং সুথুন মিয়া। নৌকা প্রতীক পেতে গণসংযোগ শুরু করেছেন মো. মিঠু মিয়া, জাহাঙ্গীর আলম নয়ন, শ্যামল মিয়া, সামাদ খাঁ। বিএনপি থেকে আলী মিয়া এবং বর্তমান চেয়ারম্যান মো. রনি মিয়া। ভেলাবাড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রুবেল উদ্দিন, মো. মহির উদ্দিন, গোলাম রব্বানী টুকু, এনামুল করিম পুটু। বিএনপি থেকে লুৎফুল হায়দার রুমি এবং শরিফুল ইসলাম শিপন। বোহাইল ইউনিয়নে নৌকা প্রতীক প্রত্যাশা করে গণসংযোগ শুরু করেছেন রফিকুল ইসলাম মান্নান, গোলাম মোস্তফা টুকু, মো. জরদিশ খান, মো. আহসান হাবিব, মো. তাহেরুল মুহুরি। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. আসাদুজ্জামান আসান খান ও বিএনপির প্রার্থী হিসেবে মো. মজিদ মন্ডল। কামালপুর ইউনিয়নে নৌকা প্রতীক চেয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বর্তমান চেয়ারম্যান হেদাইদুল ইসলাম হেদায়েত, আবু বক্কর সিদ্দিক, নূরে আলম সিদ্দিকী, রবিউল ইসলাম হেলাল, বাদশা মন্ডল, আমিনুল ইসলাম, মোখলেছার রহমান। কর্ণিবাড়ী ইউনিয়নে নৌকা মার্কা প্রত্যাশা করে গণসংযোগ করছেন বর্তমান চেয়ারম্যান আজহার আলী মন্ডল, অধ্যক্ষ তোজাম্মেল হক, মন্জুর রহমান মন্জু। বিএনপি থেকে গণসংযোগ করছেন কাজী এরফানুর রহমান রঞ্জু, খাদেমুল ইসলাম পিন্টু, দিপন, রাশেদ ইকবাল। চন্দনবাইশা ইউনিয়নে নৌকা প্রতীক প্রত্যাশায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন মো. মাহমুদুন নবী হিরো, আবদুর রাজ্জাক নয়া মিয়া, বর্তমান চেয়ারম্যান দুলাল হোসেন।

সারিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে যথাযথ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যেই আমাদের ভোটার তালিকা হালনাগাদ এবং কেন্দ্র চিহ্নিতকরণের কাজ সমাপ্ত হয়েছে।

সর্বশেষ খবর