সোমবার, ১১ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

বাজার রক্ষায় ব্যবসায়ীদের কাফন পরে প্রতিবাদ

সাতক্ষীরা প্রতিনিধি

বাজার রক্ষায় ব্যবসায়ীদের কাফন পরে প্রতিবাদ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরের নকিপুর তোয়া বাজারটিতে বিভিন্ন স্থাপনা নির্মাণের ঘটনায় তদন্ত শুরু করেছে জেলা প্রশাসক। সম্প্রতি স্থানীয় ভূমি অফিস থেকে অস্থায়ী ডিসিআর নিয়ে খোলা বাজারটিতে এক শ্রেণির স্বার্থান্বেষী মহল ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করে পাকা স্থাপনা নির্মাণ করলে এলাকাবাসীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উপজেলা প্রশাসনের এক কর্মকর্তার বিরুদ্ধে ফুসছে। বাজারের স্থাপনা নির্মাণ বন্ধ ও ডিসিআর বাতিল এবং পাকা স্থাপনা অপসারণের দাবিতে গত ২ অক্টোবর মাথায় কাফনের কাপড় বেঁধে ঘণ্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ করে বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা ও এলাকাবাসী। ফলে জেলা প্রশাসকের নির্দেশে স্থাপনা নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। ব্যবসায়ীদের আন্দোলনের মুখে শনিবার বিকালে সরেজমিন তদন্তে যান সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তানজিল্লুর রহমান। এ সময় পাঁচ শতাধিক ব্যবসায়ী ও বাজারের ক্রেতারা স্থাপনা নির্মাণ বন্ধ ও ডিসিআর বাতিল এবং পাকা স্থাপনা অপসারণের জন্য তাদের বিভিন্ন দাবির বিষয়টি তুলে ধরেন। নকিপুর তোয়া বাজার রক্ষা আন্দোলন কমিটির স ম মাহবুব এলাহী জানান, দেশ স্বাধীনের পর থেকে বাজারটিতে এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করে আসছে। এলাকার হাজার হাজার মানুষ এই কাঁচা বাজার থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় বিক্রয় করে থাকেন। উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা এখানকার একটি প্রভাবশালীমহলকে ইজারা দিয়ে পাকা স্থাপনা নির্মাণের সুযোগ সৃষ্টি করে দিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করেছেন।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তানজিল্লুর রহমান সাংবাদিকদের জানান, এ বিষয়ে আমি এখনই কোনো মন্তব্য করতে চাই না। শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ব্যবসায়ীরা যে অভিযোগ দিচ্ছে সেটি সঠিক নয়।

সর্বশেষ খবর