সোমবার, ১১ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

বেদেদের জীবনমান উন্নয়নের সভা

নড়াইল প্রতিনিধি

নড়াইলে বেদে সম্প্রদায়ের শিক্ষা ও জীবনযাত্রার মান উন্নয়ন এবং বাল্যবিয়ের কুফল সম্পর্কে আলোচনা সভা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শনিবার বিকালে শহর সংলগ্ন ঘোড়াখালি এলাকায় ভাসমান বেদে পল্লীতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। সভাপতিত্ব করেন মির্জা গালিব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নড়াইল পৌরসভার কাউন্সিলর শরফুল আলম লিটু, সংগঠনের সাধারণ সম্পাদক এস এম শাহ পরান, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহরিয়ার রুহান রাজ প্রমুখ। পরে জেলা প্রশাসক বেদে পল্লী ঘুরে সবার খোঁজখবর নেন। দ্রুত তাদের জন্য স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা করে দেওয়ার ঘোষণা দেন তিনি। বেদে শিশুদের মধ্যে বিতরণ করেন বইসহ শিক্ষা উপকরণ।

সর্বশেষ খবর