মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

পৌরসভার অধিকাংশ সড়ক চলাচলের অযোগ্য

পাবনা প্রতিনিধি

পাবনার চাটমোহর পৌরসভার অধিকাংশ সড়কই ভাঙাচোরা। সামান্য বৃষ্টিতে কাদাপানিতে একাকার হয়ে যায় এসব সড়ক। সীমাহীন ভোগান্তি পোহাতে হয় পথচারী ও এলাকাবাসীকে। তাদের দাবি, পৌর এলাকার বেশির ভাগ রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রথম শ্রেণির এ পৌরসভায় নাগরিক সুবিধা তলানিতে। এ ছাড়া বর্ষ মৌসুমে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সামনের সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা। পৌরসভার ব্যস্ততম সড়ক বাসস্ট্যান্ড থেকে নার্সারি মোড়। প্রতিদিন এ সড়ক দিয়ে যাতায়াত করে অসংখ্য যানবাহন ও মানুষ। এ সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত হওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গর্তে পড়ে ক্ষতিগ্রস্ত হয় যানবাহন। ভাঙা সড়কের পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা যথাযথ না থাকায় দেখা দেয় জলাবদ্ধতা। একই অবস্থা চাটমোহর উপজেলা পরিষদের সামনের রাস্তার। পৌর এলাকার বাসিন্দারা জানান, চাটমোহর নতুন বাজার থেকে পুরাতন বাজার হয়ে হাসপাতাল পর্যন্ত প্রধান সড়টিরও বেহাল। কয়েক বছর ধরে সংস্কার না হওয়ায় এ সড়কের মাঝখানে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। ফলে যানবাহন ও মানুষের চলাচলে ভোগান্তির শেষ থাকে না। পৌর ভবন যেতে ২ নম্বর ওয়ার্ডেও ছোট শালিখা মহল্লার সড়কটির অবস্থাও খুব খারাপ। চাটমোহর সরকারি ডিগ্রি কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সামনের সড়কে সামান্য বৃষ্টিতেই জমে যায় পানি। তাদের ভাষ্য, এসব সড়ক জরুরিভিত্তিতে সংস্কার করা না হলে জনদুর্ভোগ ক্রমেই বাড়বে। পৌর মেয়র অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো বলেন, ইতিপূর্বে সড়ক সংস্কারে বরাদ্দ এলেও তৎকালীন মেয়র কোনো কাজ করেননি। তিনি (সাখাওয়াত) নতুন করে বরাদ্দ চেয়ে চাহিদাপত্র পাঠিয়েছেন সংশ্লিষ্ট দফতরে।

 বরাদ্দ এলেই ইনশা আল্লাহ রাস্তার কাজ হবে। সড়ক সংস্কার না হওয়ার জন্য করোনা পরিস্থিতিকেও দায়ী করেন তিনি।

সর্বশেষ খবর