শিরোনাম
মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

হুমকির অভিযোগ ভোক্তা অধিকার সংরক্ষণের বিরুদ্ধে

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ভোক্তা অধিকার সংরক্ষণের বিরুদ্ধে ব্যবসায়ীকে হুমকি ও হয়রানি করার অভিযোগ উঠেছে। জেলার শহীদ বীজ ভান্ডারের স্বত্বাধিকারী শহিদুল ইসলাম গতকাল নিজ বাসভবনে সংবাদ সম্মেলন ডেকে এ অভিযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন মদিনা বীজ ভান্ডারের মালিক আবু তাহের,             হাসান বীজ ভান্ডারের হাসান আহমেদসহ অন্য ব্যবসায়ীরা। লিখিত বক্তব্যে শহিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন সুনামের সঙ্গে আমি ঝিনাইদহে বীজ ব্যবসা করছি। হঠাৎ হরিণাকুন্ডু উপজেলার হকিমপুর গ্রামের সাতজন কৃষক ভোক্তা অধিকার সংরক্ষণে অভিযোগ করেন।

এরপর থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ ঝিনাইদহের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল প্রায়ই একা আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে হুমকি ও তার সঙ্গে দেখা করতে বলেন। আমি তার সঙ্গে দেখা না করে আইনজীবী নিয়োগ করি। এতে তিনি আরও ক্ষুব্ধ হন এবং ক্ষমতার অপব্যবহার ও অন্যায়ভাবে ২ লাখ ২৯ হাজার টাকা জরিমানা আদায় করেন। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, কৃষকরা যখন অভিযোগ করেন তখন আমরা অফিশিয়ালভাবে শহীদ বীজ ভান্ডারকে নোটিস পাঠাই। এরপর তিন বার শুনানিতে ওই ব্যবসায়ী দোষী সাব্যস্ত হয়েছেন।

সর্বশেষ খবর