মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

প্রতারক চক্রের চার সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে একটি ট্রাক জব্দ করা হয়েছে। গতকাল ভোরে সিরাজগঞ্জ জেলার বেলকুচি, কামারখন্দ ও সলঙ্গা থানায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তারা হলো- ট্রাক মালিক আব্দুল আলিম, ট্রাক ড্রাইভার জাবেদ আলী, ট্রাক হেলপার রাসেল রানা ও শামীম।

 র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মো.  মোস্তাফিজুর রহমান জানান, গত ১৫ সেপ্টেম্বর বুড়িমারী স্থলবন্দর এলাকার মেসার্স জামান ব্রাদার্স নামক ব্যবসা প্রতিষ্ঠান থেকে লালমনিরহাট জমগ্রামের ব্যবসায়ী আলিবর রহমান ১৫ হাজার ৩১০ কেজি ভুট্টা ক্রয় করেন। ভুট্টাগুলো নরসিংদী এলাকার জান্নাত ফিড মিলে নেওয়ার জন্য একটি ট্রাক ভাড়া করে। এরপর ট্রাকটি যথাসময়ে নরসিংদী না পৌঁছায় ব্যবসায়ী ট্রাক ড্রাইভারকে ফোন দেয়। কিন্তু ফোন বন্ধ পায়। এরপর খোঁজাখুঁজি করে ট্রাকটি না পেয়ে লালমনিরহাট পাটগ্রাম থানায় মামলা করে। থানা পুলিশ প্রতারক চক্র সিরাজগঞ্জে অবস্থান করছে জানতে পারে। এ অবস্থায় ভুক্তভোগী ব্যবসায়ী র‌্যাব-১২ সহযোগিতা চেয়ে আবেদন করেন। র‌্যাব-১২ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করে। তিনি আরও জানান, প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে ব্যবসায়ীদের প্রতারণা করে মালামাল আত্মসাৎ করে আসছিল।

 

সর্বশেষ খবর