মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

দিনাজপুরে ১২৮২ মন্ডপে দুর্গাপূজা

দিনাজপুর প্রতিনিধি

বোধন শেষে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। তৈরি হয়েছে বড় বড় আকর্ষণীয় গেট, মন্ডপ। গত বছরের তুলনায় এবারও দিনাজপুর জেলায় বেড়ে মন্ডপ সংখ্যা হয়েছে ১২৮২টি। গত বছরের চেয়ে ৫০টি মন্ডপ বেড়েছে। করোনার প্রভাব কমে যাওয়ায় আমেজ বাড়লেও স্বাস্থ্যবিধি মেনে পূজা আসতে বলা হয়েছে।

 হিন্দু ধর্মাবলম্বীদের।

আগামী ১৫ অক্টোবর শুভ বিজয়া দশমীর মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হবে। অপরদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন করতে প্রশাসন সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে।

সর্বশেষ খবর