মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ বন্দী এক হাজতি মারা গেছেন। তার নাম ফোরকান সিকদার (৫০)। তিনি পটুয়াখালীর গলাচিপা থানার কালাইঘোসর এলাকার মৃত বাছের আলীর ছেলে। ওই কারাগারের জেলার রীতেশ চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর জেলার জানান, গত বছরের ৪ মার্চ থেকে এ কারাগারে বন্দী ছিলেন ফোরকান সিকদার।

 তিনি টিবি (যক্ষ্মা) ও ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমা রোগী ছিলেন। ২৭ সেপ্টেম্বর থেকে তিনি কারা হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল ভোরে অবস্থার অবনতি হলে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল পৌনে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা রেলওয়ে থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় ২০১৯ সালের ৩১ অক্টোবর তিনি গ্রেফতার হন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর