বুধবার, ১৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

৩৫০০ শিক্ষকের বেতন নেই

কুমিল্লা প্রতিনিধি

৩৫০০ শিক্ষকের বেতন নেই

বেতন-ভাতা-পেনশনসহ সব সুবিধা বন্ধ করে দেওয়ায় বিপাকে কুমিল্লার প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ৩ হাজার শিক্ষক। এক বছর ধরে পরিবার নিয়ে মানবেতর-জীবন যাপন করছেন তারা। গতকাল টাউন হলে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। জেলার ১৭ উপজেলার ১ হাজার শিক্ষক মানববন্ধনে উপস্থিত ছিলেন। পরে তারা জেলা শিক্ষা অফিসারের কাছে চার দফা দাবিতে একটি স্মারকলিপি দেন। মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন। তিনি বলেন, ‘আট বছর আমরা নিয়মিত বেতন-ভাতা পেয়েছি। হঠাৎ অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে আমাদের বেতন-ভাতা, অন্যান্য সুযোগ-সুবিধা বন্ধ করে দেওয়া হয়। এতে জেলার সাড়ে ৩ হাজার শিক্ষক পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছেন।’ সমিতির জেলা সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অবহেলিত শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে ২০১৩ সালের ৯ জানুয়ারি ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কর্মরত ১ লাখ ৪ হাজার ৭৭২ জন শিক্ষকের চাকরি জাতীয়করণ করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর