বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
দখল হচ্ছে বনাঞ্চল

৩৬ কিমি রক্ষায় ৩৪ কর্মী

শেরপুর প্রতিনিধি

৩৬ কিমি রক্ষায় ৩৪ কর্মী

ভারতের মেঘালয় সীমান্তঘেঁষা ময়মনসিংহ বনাঞ্চলের অন্তর্গত শেরপুরের তিন উপজেলা ঝিনাইগাতি, শ্রীবরদী ও নালিতাবাড়ীতে রয়েছে একটি করে রেঞ্জ। ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত থেকে জামালপুরের বকশিগঞ্জ পর্যন্ত ৩৬ কিলোমিটার শেরপুর বনাঞ্চলের অধীনে। এই ৩৬ কিলোমিটার বনাঞ্চল রক্ষার দায়িত্বে আছেন মাত্র ৩৪ জন বনকর্মী। এদের মধ্যে ১২ জনের বয়স ৬০ বছরের ওপরে। বয়স্ক ও এত অল্প সংখ্যক জনবল দিয়ে বিশাল বনাঞ্চল রক্ষা করা যাচ্ছে না বলে জানিয়েছে শেরপুর বন বিভাগ। সূত্র জানায়, ৩৬ কিলোমিটারের মধ্যে রয়েছে ২৮ হাজার ২৫১ দশমিক ৫০ একরের বিশাল বনভূমি। এর মধ্যে ৩ হাজার ৩৯১ একর ইতিমধ্যে দখল হয়ে গেছে। তাছাড়া প্রতিনিয়ত কোথাও না কোথাও বনাঞ্চল দখল চলছেই। গহিন বন থেকে মূল্যবান খনিজ সম্পদ লালবালু, পাথর ও গাছ লুট করা হচ্ছে। হারিয়ে যাচ্ছে বনের জীববৈচিত্র্য। অভিযোগ রয়েছে, বন ভূমির জায়গায় গড়ে উঠছে আবাসিক এলাকা। বনের মধ্যে থাকা ব্যক্তি মালিকানাধীন রেকর্ডভুক্ত কিছু জমি কিনে প্রভাবশালীরা দখলে নিচ্ছে আশপাশের বনের জায়গা। দখল ঠেকানোর চেষ্টা করলে অভিযুক্তরা দল বেঁধে অল্পসংখ্যক বনকর্মীর ওপর হামলা মামলা ও গড়ে তুলে আন্দোলন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর