বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

সিরাজগঞ্জে বন্যায় সাড়ে ২৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি

সিরাজগঞ্জ প্রতিনিধি

চলতি বছরের বন্যায় নদী ভাঙন, ফসলহানি, পুকুর, শিল্প-শিক্ষা প্রতিষ্ঠান, ব্রিজ-কালভার্ট ও রাস্তাঘাটের প্রায় সাড়ে ২৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া প্রায় ৮ হাজার মানুষ স্থানচ্যুত হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্তরা ঘুরে দাঁড়াতে সরকারি সহায়তা কামনা করছেন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বলছেন, সরকারের পক্ষ থেকে নদী ভাঙনে ঘরবাড়ি ক্ষতিগ্রস্তদের জন্য ৪ কোটি ২ লাখ টাকা ও কৃষকদের প্রণোদনার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকারি হিসাবে জানা যায়, চলতি বছরের বন্যায় সিরাজগঞ্জ জেলার ৫৩৭.৭৩০ বর্গকিমি এলাকা প্লাবিত হয়। বন্যায় ১ হাজার ৭০৫ জন নারী, ৩ হাজার ৬৫০ জন পুরুষ ও ২ হাজার ৫৯৬ শিশু স্থানচ্যুতি হয়ে পড়েছে। এ ছাড়া ২৫১ জন নারী, ২৮৫ জন পুরুষ ও ১১৪ শিশু প্রতিবন্ধী ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি হিসাবমতে বন্যায় বসতবাড়ির মধ্যে আধাপাকা বাড়ির ক্ষতির পরিমাণ ৪২ লাখ ৮০ হাজার, কাঁচা বাড়ির ক্ষতির পরিমাণ ৯৭ হাজার এবং কাঁচা ঘরে ক্ষতির পরিমাণ ৯ লাখ ৭০ হাজার টাকা। গৃহপালিত পশুপাখি ক্ষতির মধ্যে ছাগল বাবদ ৮৫ হাজার, গরু বাবদ ৪ লাখ, হাঁস বাবদ ১ লাখ ২০ হাজার ও মুরগি বাবদ ১ লাখ ৩৫ হাজার টাকা। শস্য খেতে ক্ষতির মধ্যে জমি ক্ষতির পরিমাণ ৮১ লাখ ১৮ হাজার ও বীজতলা ২৯ হাজার টাকা। খামার ও হ্যাচারিতে ক্ষতির পরিমাণ ১ লাখ ১৫ হাজার ৮৫০ টাকা। বিদ্যুৎ বাবদ ক্ষতির পরিমাণ ২ লাখ ৮০ হাজার টাকা। ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে মসজিদ বাবদ ক্ষতির পরিমাণ ৩ কোটি ৯ লাখ ৬৫ হাজার এবং মন্দির বাবদ ২২ লাখ ৫৫ হাজার টাকা। জনসাধারণের চলাচলের পাকা রাস্তাঘাট বাবদ ক্ষতি ৪ কোটি ৮৮ লাখ ৬৪ হাজার, ইট-খোয়া বাবদ ১২ লাখ ৩ হাজার ৬৯০ টাকা।

সর্বশেষ খবর