শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

বিশ্ববিদ্যালয় ও কলেজের তিন শিক্ষক নিহত

দুই জেলায় সড়ক দুর্ঘটনা

প্রতিদিন ডেস্ক

বিশ্ববিদ্যালয় ও কলেজের  তিন শিক্ষক নিহত

পিরোজপুরে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে দুই কলেজশিক্ষকের। পিরোজপুর ও গোপালগঞ্জ : নাজিরপুর উপজেলার কবিরাজবাড়ি এলাকায় বুধবার রাতে বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী মশিউর রহমান রাজিব (৪০) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ওই শিক্ষকের স্ত্রী ও সন্তান। মশিউর রহমান গোপালগঞ্জের শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ছিলেন। দুর্ঘটনার পর এলাকাবাসী পিরোজপুর-ঢাকা মহাসড়কের ভৈরমপুর এলাকায় অবরোধ ও বিক্ষোভ করেন। নিহত অপর ব্যক্তি হলেন অটোরিকশা চালক রাকিব। গতকাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশিউর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এদিকে, ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের ডুমদিয়ায় গতকাল প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে মানিকগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা আহত হয়েছেন। বাগেরহাট : খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার বৈলতলী নামক স্থানে গতকাল সন্ধ্যায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেছে দুই মোটরসাইকেল আরোহীর। তারা হলেন সাতক্ষীরার কাশেমপুর এলাকার ওমর আলী সরদারের ছেলে আবদুস ছাত্তার (৬৫) ও সাতক্ষীরা সদরের রসুলপুরের লুৎফার রহমানের ছেলে আবদুল কাদের (৬০)। দুজনই সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ শেখ আবুল হাসান বলেন, দুর্ঘটনাস্থল ফকিরহাট হওয়ায় লাশ সেখানকার পুলিশে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর